ঢাকা: অন্যান্য বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্যদিবস।
শুক্রবার (২০ মার্চ) দিবসটি উপলক্ষে বিগত বছরের মতো পিপলস্ থিয়েটার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় থাকছে বিকেল ৪টায় একাডেমি চত্বরে শিশুদের ঘোড়ার গাড়ি ভ্রমণ, সাড়ে ৫টায় আনন্দ র্যালি এবং সন্ধ্যা ৬টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এছাড়াও প্রধান অতিথি হিসেবে শিল্পী মোস্তফা মনোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে নাট্যজন রামেন্দু মজুমদার ও এস এম মহসিনের উপস্থিত থাকার কথা রয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে পিপলস্ লিটল থিয়েটার ও শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের শিশুদলের সঙ্গীত পরিবেশনা, দলীয় নৃত্য, এবং লোক নাট্যদলের পরিবেশনায় ক্লাউন শো।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫