ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিশু নিপীড়নের বিরুদ্ধে রিকি মার্টিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
শিশু নিপীড়নের বিরুদ্ধে রিকি মার্টিন রিকি মার্টিন

৩০ বছর আগে পুয়ের্তোরিকান শিশু দল মেনুডোর মাধ্যমে সংগীত জীবন শুরু করেছিলেন রিকি মার্টিন। তাই শিশুরা বরাবরই তার আগ্রহের কেন্দ্রে থাকে।

গ্র্যামীজয়ী এই গায়ক এবার নিজের গান ও খ্যাতিকে কাজে লাগাবেন শিশু নিপীড়ন প্রতিরোধে।  

 

রিকি মনে করেন, শিশুদেরকে যৌনকর্মী ও পর্নোগ্রাফির দিকে ঠেলে দেওয়ার বিষয়ে কথা বলা উচিত। ৪৩ বছর বয়সী এই গায়ক রয়টার্সকে বলেন, ‘শুধু পুয়ের্তোরিকোতেই নয়, আমেরিকা ও বিশ্বের সব দেশেই শিশুরা দাস হয়ে যাচ্ছে আশঙ্কাজনক হারে। কনসার্টে সংগীত পরিবেশনের সময় অনেক মানুষের সামনে এ নিয়ে কথা বলে যাবো। ’

গত বছর পুয়ের্তোরিকোতে শিশু নিপীড়নের বিরুদ্ধে একটি কেন্দ্র খোলেন রিকি। ব্যক্তিজীবনে তিনি যমজ সন্তানের বাবা। অন্য নারীর গর্ভ ভাড়া করে জন্মেছে তার দুই সন্তান।  

 

এদিকে গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে রিকির নতুন অ্যালবাম ‘অ্যা কুইয়েন কুইয়েরা এসকিউশার’।

 

* রিকি মার্টিনের নতুন অ্যালবামের গানের ভিডিও : 

 

বাংলাদেশ সময় : ১৮২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।