ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

তিন দিনের ‘দেশ উৎসব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
তিন দিনের ‘দেশ উৎসব’

দেশ টিভির ষষ্ঠ বর্ষপূর্তি আজ। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে তিন দিনের ‘দেশ উৎসব’।

আজ থেকে ২৮ মার্চ পর্যন্ত চ্যানেলটিতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান।  

 

২৬ মার্চ সকাল ৮টায় রয়েছে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’। অভিনয়ে খসরু, রাজ্জাক, শাবান, নূতন। দুপুর ২টা ৩০ মিনিটে ‘গানে গানে উৎসব’ অনুষ্ঠানে সরাসরি গাইবেন ইমরান, নাওমি ও পূজা। রাত ৯টা ৪৫ মিনিটে সরাসরি জলের গান ব্যান্ডের পরিবেশনায় থাকছে ‘উৎসবের রাতে’।  

 

২৭ মার্চ বিকেল ৩টায় সুবীর নন্দীর পরিবেশনা থাকবে ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে। সন্ধ্যা ৬টায় ‘স্বাধীনতার উল্লাস’ কনসার্টে সংগীত পরিবেশন করবেন সোলস ব্যান্ড, মমতাজ ও বাপ্পা মজুমদার। রাত ১১টা ৪৫ মিনিটে ‘কল-এর গান’ অনুষ্ঠানে থাকবে বিউটি, রিংকু ও আলম দেওয়ানের পরিবেশনা। তিনটি আয়োজনই সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।  

 

দেশ উৎসবের শেষ দিনে ২৮ মার্চ বিকেল ৩টায় রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘আমার বন্ধু রাশেদ’। মুহম্মদ জাফর ইকবালের কাহিনী নিয়ে এটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। অভিনয়ে জাওয়াত আফনান, রাইসুল ইসলাম আসাদ, হুমায়রা হিমু, পীযূষ বন্দোপাধ্যায় ও ওয়াহিদা মল্লিক জলি। বেগম মতিয়া চৌধুরীর সঙ্গে উপস্থাপক আসাদুজ্জামান নূরের কথোপকথন নিয়ে সাজানো ‘বেলা অবেলা সারাবেলা’ রয়েছে রাত ৭টা ৪৫ মিনিটে। রাত ৯টা ৪৫ মিনিটে সরাসরি শিরোনামহীন ব্যান্ডের পরিবেশনায় থাকছে ‘উৎসবের রাতে’।

 

বাংলাদেশ সময় : ১৯০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।