প্রতিদিন রাতে ভয় জাগাতে শুরু হচ্ছে ‘ডেইলি ফ্রাইট নাইট’। ভৌতিক গল্প নিয়ে নির্মিত দীর্ঘ ধারাবাহিকটির প্রতি পর্ব সাজানো হয়েছে এক একটি ভৌতিক, অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চকর গল্প দিয়ে।
নাটকটির বিভিন্ন পর্বে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, তানভিন সুইটি, মিশু সাব্বির, স্বাগতা, সেলিম শেখ, শ্যামল মাওলা, অদিতি মাহমুদ, মুন ইসলাম, সাবা, আশিকুর রহমান পুতুল, শাওন হক, মৌ, সেন্টু প্রমুখ।
২৭ মার্চ থেকে জিটিভিতে শুরু হচ্ছে ‘ডেইলি ফ্রাইট নাইট’। সপ্তাহের প্রতি শুক্র থেকে বুধবার রাত ১২টায় প্রচার হবে এটি। সপ্তাহের বাকি একদিন অর্থাৎ বৃহস্পতিবার প্রচার হবে পুরো সপ্তাহে প্রচারিত পর্ব নিয়ে বিশেষ মহাসপ্তাহ পর্ব।
বাংলাদেশ সময় : ০৯৫৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫