ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

জেনে নিন কোথায় কী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
জেনে নিন কোথায় কী

রাজধানীর বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রে ২৬ মার্চ রয়েছে নানান আয়োজন। এক ঝলকে জেনে নিন…

মঞ্চ
নজরুল মঞ্চ, বাংলা একাডেমি : স্বাধীনতা দিবসের আলোচনা সভা বিকেল ৪টায়।

সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি : আবৃত্তি সংগঠন হরবোলার আয়োজনে মুক্তিসংগ্রামের কবিতা’ শিরোনামের বিশেষ আবৃত্তি অনুষ্ঠান সন্ধ্যা ৭টায়। এতে আবৃত্তি করবেন মজুমদার বিপ্লব, ইকবাল হোসাইন, জোবায়দা লাবণী, রুশনান মূর্ত জালুবা, ঝুমি রহমান, সাবিহা ফেরদৌসী ও সোহেল শিশির।

চলচ্চিত্র
স্টার সিনেপ্লেক্স, পান্থপথ
* জুপিটার অ্যাসেন্ডিং থ্রিডি (সকাল ১১টা ১৫, দুপুর ১টা ৫০, বিকেল ৪টা ২০, সন্ধ্যা ৬টা ৫০)।
* গেরিলা (সকাল ১০টা ৫০, দুপুর ১টা ৪০, বিকেল সাড়ে ৪টা, সন্ধ্যা ৭টা ১৫)।
* সিন্ডারেলা (সকাল ১১টা, দুপুর ১টা ৪৫, বিকেল সাড়ে ৪টা, সন্ধ্যা ৭টা ১৫)।
* চ্যাপি (সকাল ১১টা, দুপুর ১টা ৩০, বিকেল ৪টা ১০, সন্ধ্যা ৭টা)।
* কিংসম্যান : দ্য সিক্রেট সার্ভিস (দুপুর ১টা ৩০, সন্ধ্যা ৭টা ১০)।

ব্লকবাস্টার সিনেমাস
* দ্য হবিট : দ্য ব্যাটেল অব দ্য ফাইভ আর্মিস থ্রিডি (দুপুর ২টা, সন্ধ্যা ৬টা ৫০)।
* মর্টডিকাই (দুপুর সাড়ে ১২টা, দুপুর ২টা ৫০, বিকেল ৫টা ১০, সন্ধ্যা সাড়ে ৭টা)।
* জুপিটার অ্যাসেন্ডিং থ্রিডি (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা ২০, সন্ধ্যা ৭টা ২০)।
* জিরো ডিগ্রি (দুপুর সাড়ে ১২টা, বিকেল সাড়ে ৩টা, সন্ধ্যা সাড়ে ৬টা)।
* এক্সোডাস : গডস অ্যান্ড কিংস থ্রিডি (সন্ধ্যা সাড়ে ৬টা)।
* টেকেন থ্রি (দুপুর ১টা ৪০, বিকেল ৪টা, বিকেল ৫টা)।
* ডন টু (দুপুর ১টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)।

প্রদর্শনী
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস, ধানমন্ডি : কাইয়ুম চৌধুরীর মূল ড্রইংসমূহ নিয়ে রেখাচিত্র প্রদর্শনী ‘কালি ও কলমে কাইয়ুম চৌধুরীর রেখালেখ্য’ চলবে ৪ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।

বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান :  বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর নির্বাচিত চিত্রকর্ম প্রদর্শনী চলবে ২৮ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।

লা গ্যালারি, আলিয়ঁস ফ্রঁসেজ : ‘ইন দ্য নেইম অফ...’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী চলবে ২৮ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা।

গ্যালারি শিল্পাঙ্গন, ধানমন্ডি :  কৃষ্ণা চট্টোপাধ্যায়ের সপ্তম একক চিত্র প্রদর্শনী ‘যাতনা যাপন’ চলবে ২৮ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।

দৃক গ্যালারি, ধানমন্ডি : বাংলাদেশের বিভিন্ন স্থান, উৎসব,মানুষ ও তাদের জীবনচিত্র নিয়ে ১১৪ জন আলোকচিত্রীর মোট ১৬০টি ছবি নিয়ে ‘বাংলাদেশ ইন ফ্রেমস-৭’ শীর্ষক সপ্তম বার্ষিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন বিকেল ৪টায়। আয়োজনে থ্রু দ্য লেন্স-বাংলাদেশ (টিটিএল-বিডি)। চলবে ৩০ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

গ্যালারি কসমস-২, নিউ ডিওএইচএস, মহাখালী : ইটি কিটি স্কুল অব ফাইন আর্টের উদ্যোগে ‘উই শ্যাল ওভারকাম (আমরা করবো জয়)’ শীর্ষক শিশুদের শিল্প প্রদর্শনীর উদ্বোধন বিকেল সাড়ে ৪টায়। চলবে ২৮ মার্চ পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা।

বাংলাদেশ সময় : ১১১৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।