শূন্যন রেপার্টরি থিয়েটারের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘লালজমিন’-এর ৭৯টি মঞ্চায়ন হয়েছে। ২৮ মার্চ হবে এর ৮০তম প্রদর্শনী।
মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক সংগ্রামী নারীর জীবন অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে ‘লালজমিন’ নাটকে। এটি লিখেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।
মোমেনা চৌধুরী বাংলানিউজকে বলেছেন, ‘২৬ মার্চ ছিলো মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে নাটকটির ৮০তম মঞ্চায়নের আয়োজন করা হয়েছে। আর এ বছরেই এর শততম প্রদর্শনীর পরিকল্পনা করা হচ্ছে। ’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে নাটকটির প্রথম প্রদর্শনী হয় ২০১১ সালের ১৯ মে। এর মঞ্চায়নের নেপথ্য কারিগররা হলেন ওয়াহিদা মল্লিক, জুলফিকার চঞ্চল, রামিজ রাজু, নীলা সাহা, আতিকুল ইসলাম, আতিকুর রহমান, মীর্জা শাকিব, মোসাম্মৎ মমতাজ, জুয়েল মিজি, তানভীর সানি ও নিথর মাহবুব।
বাংলাদেশ সময় : ১৪২৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫