চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপন ভুবনেও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন পরীমনি। এবার স্যান্ডালিনা সোপের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন তিনি।
এর আগে একই পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন জয়া আহসান। এ প্রসঙ্গে পরীমনি বাংলানিউজকে বলেন, ‘জয়া আপার পর আমি সুযোগটি পেলাম, এজন্য খুব ভালো লাগছে। এপ্রিলের প্রথম সপ্তাহে কাজটি করতে কলকাতা যাবো। ’
পরীমনি এর আগে আরিফিন শুভর সঙ্গে ‘প্রাণ আপ’ পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হন। এ ছাড়া একটি মিষ্টির বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।
এদিকে আরটিভির ‘লেট নাইট কফি’ অনুষ্ঠানের এবারের অতিথি পরীমনি। ২৮ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করা হবে এটি। উপস্থাপনায় নুসরাত ফারিয়া মাজহার ও আবির।
* (ওপরের ছবিতে) স্যান্ডালিনা সোপের বিজ্ঞাপনে জয়া আহসান
বাংলাদেশ সময় : ১৪৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫