১৩ বছর পর ফিরে আসছে বিখ্যাত টিভি সিরিজ ‘দ্য এক্স-ফাইলস’। হাতেগোনা ছয়টি পর্ব নিয়ে ছোট পর্দার জন্য আবার তৈরি হচ্ছে এটি।
জানা গেছে, এবারের গ্রীষ্মেই নতুন পর্বগুলোর চিত্রায়ন শুরু হবে। তবে এগুলো কবে প্রচার হবে তা জানানো হয়নি এখনও। ‘দ্য এক্স-ফাইলস’-এর স্রষ্টা ক্রিস কার্টার এক বিবৃতিতে বলেছেন, ‘আমি মনে করি, ১৩ বছরের বিজ্ঞাপন বিরতি ছিলো এটা! সুখবর হলো, নতুন ছয়টি গল্প বলার জন্য এখনই উপযুক্ত সময়। ’
১৯৯৩ সালের সেপ্টেম্বরে ফক্স টিভি চ্যানেলে শুরু হয় ‘দ্য এক্স-ফাইলস’। এর গল্পে ব্যাখ্যার অতীত ও অস্বাভাবিক ঘটনাগুলোর তদন্ত করে যায় মাল্ডার ও তার যুক্তবাদী ও বাস্তববাদী সঙ্গী স্কালি। মার্কিন টিভি ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে চলা কল্পবিজ্ঞানধর্মী সিরিজ এটাই। এ পর্যন্ত নয়টি মৌসুমে প্রচার হয়েছে এটি। ২০০২ সালে এর সমাপ্তি টানা হয়। এটি মোট ১৬টি এমি অ্যাওয়ার্ডস আর পাঁচটি গোল্ডেন গ্লোবস পুরস্কার পেয়েছে।
সিরিজটির জনপ্রিয়তার সুবাদে ১৯৯৮ সালে ‘দ্য এক্স-ফাইলস’ আর ২০০৮ সালে ‘দ্য এক্স-ফাইলস : আই ওয়ান্ট টু বিলিভ’ ছবি দুটি তৈরি হয় হলিউডে।
বাংলাদেশ সময় : ১৬২১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫