গত বছর লেজার ভিশন থেকে ‘আজ কি বৃষ্টি হবে’ শিরোনামের অ্যালবাম প্রকাশ করেন নবীন সংগীতশিল্পী টিনা মোস্তারী। এবার সেই গানটির মিউজিক ভিডিও শ্রোতা-দর্শকের জন্য প্রকাশ করলেন তিনি।
রাঘব চট্রোপাধ্যায় এ গানটির সুর ও সঙ্গীতের পাশাপাশি কন্ঠ দিয়েছেন। সম্প্রতি উত্তরা ও আশুলিয়ার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ হয়েছে।
গানটি নিয়ে টিনা মোস্তারী বাংলানিউজকে বলেন, ‘আমার একক অ্যালবামের টাইটেল গান এটি। গানটি প্রকাশের পর ভালো সাড়া পেয়েছি। এজন্য এ গানটির ভিডিও নির্মাণ করা। ২৫ মার্চ ইউটিউবে গানটি প্রকাশ করা হয়েছে। আর আগামীকাল খেকে সব টিভি চ্যানেলে প্রচার হবে। ’
প্লে-ব্যাক, স্টেজ-শো, মডেলিং এবং উপস্থাপনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন টিনা। সংগীতজগতে এই গায়িকার আবির্ভাব ২০১১ সালে প্লেব্যাক দিয়ে। তারপর থেকে এ পর্যন্ত ছবিতে ৩০টির বেশি গানে কণ্ঠ দিয়েছেন। উল্লেখযোগ্য ছবিগুলো হলো 'সর্বনাশা ইয়াবা', 'বউ বানাবো তোকে', 'প্রেম করব তোমার সাথে' ইত্যাদি।
‘আজ কি বৃষ্টি হবে’ গানের ভিডিও লিংক :
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫