দিল্লির মেয়ে মিরা রাজপুতের সঙ্গে শহীদ কাপুরের বাগদানের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিউডজুড়ে। তবে বিষয়টি নিয়ে কিছুতেই মুখ খুলছিলেন না বলিউডের এই অভিনেতা।
মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বাগদান প্রসঙ্গে জানতে চাওয়া হলে আসল খবর ফাঁস করে ৩৪ বছর বয়সী শহীদ বলেন, ‘এখনও আমার বাগদান হয়নি। কিন্তু আমার বিয়ে নিয়ে যেসব কথা ছড়াচ্ছে তা একেবারে মিথ্যেও নয়। আমার বিয়ের কার্ড তৈরি হতে যাচ্ছে। শুধু এটুকু বলতে পারি, চলতি বছরের শেষ প্রান্তে গিয়ে বিয়ে করবো। ’
শহীদের জীবনসঙ্গী হতে যাচ্ছেন কে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিয়ের বিস্তারিত কিছু জানাতে বললেও লাভ হবে না। আমি বলবো না। তবে সে সাধারণ মেয়ে। আমিও সাধারণ ছেলে। এটা আমার ব্যক্তিগত জীবন। এ প্রসঙ্গে বিবরণ দিতে চাই না। বিয়ে করবো জানাতে পেরে আমি খুশি। ’
** দিল্লির যে মেয়েকে বিয়ে করবেন শহীদ কাপুর
বাংলাদেশ সময় : ১৮১৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫