সেই ১৯৮৮ সাল থেকে অভিনয় করছেন, এরপর প্রযোজনায়ও সাফল্যের স্বাদ পেয়েছেন শাহরুখ খান। পরিচালক হওয়ার আকাঙ্ক্ষাও আছে তার মনে।
শাহরুখ জানান, টেলিভিশন ‘ফৌজি’ ধারাবাহিকের মাধ্যমেই তার ক্যারিয়ার শুরু। তাই ছোটপর্দাই তার প্রথম ভালো লাগা। বলিউডের এই সুপারস্টার জি-নেটওয়ার্কের নতুন চ্যানেল অ্যান্ডটিভির জন্য ‘ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন? অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন।
বাংলাদেশ সময় : ১৮২১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫