ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

ওয়ান ডিরেকশন ব্যান্ডে ভাঙন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
ওয়ান ডিরেকশন ব্যান্ডে ভাঙন

তরুণদের গড়া বিখ্যাত পপ ব্যান্ড ওয়ান ডিরেকশনে দেখা দিয়েছে ভাঙন। ব্যান্ড ছেড়ে বেরিয়ে গেছেন জাইন ম্যালিক।

গত ২৫ মার্চ তিনি এ ঘোষণা দেন। সাধারণ জীবনযাপনের আকাঙ্ক্ষা থেকে তার এই সিদ্ধান্ত। এজন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন ২২ বছর বয়সী এই তরুণ।

কয়েকদিন ধরেই গুঞ্জন ভেসে বেড়াচ্ছিলো, জাইন ম্যালিক ব্যান্ডে থাকছেন না। কারণ ওয়ান ডিরেকশনের এশিয়ান ট্যুর থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। ইংলিশ মেয়েদের ব্যান্ড লিটল মিক্সের সদস্য পেরি এডওয়ার্ডসের সঙ্গে তার বাগদান হয়েছে কিছুদিন আগে। কিন্তু সম্প্রতি থাইল্যান্ডে অন্য এক নারীর সঙ্গে পার্টিতে তার মেতে থাকার ছবি প্রকাশ হয়। এ কারণে হতাশায় ভুগছিলেন জাইন।

ওয়ান ডিরেকশনের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জাইন বলেছেন, ‘যদি কারও মনকে বিমর্ষ করে থাকি তাহলে ক্ষমা চাইছি। ২২ বছরের তরুণ হিসেবে সাদাসিধে জীবনযাপনের জন্য আমি চলে যাচ্ছি। ’

বিশ্বসংগীতে অন্য সব শিল্পীর চেয়ে ব্রিটিশ-আইরিশ দল ওয়ান ডিরেকশনের গান ও অ্যালবাম বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। পাঁচ বছর আগে তারা একসঙ্গে পথচলা শুরু করেছিলেন। ২০১০ সালে প্রতিযোগিতামূলক সংগীতানুষ্ঠান ‘দ্য এক্স ফ্যাক্টর’-এ আলাদা আলাদা অডিশন দিতে গিয়েছিলেন তারা। সম্ভাবনা দেখে তাদেরকে একত্র হয়ে ব্যান্ড গড়ার বুদ্ধি দেন অনুষ্ঠানের মূল পরিকল্পক সায়মন কাওয়েল। তিনি বলেছেন, ‘সে ব্যান্ড ছেড়েছে জেনে খারাপ লাগছে। ওয়ান ডিরেকশনের জন্য সে যা কিছু করেছে সেজন্য তাকে ধন্যবাদ। আশা করি, ভক্তরা বাকি চারজনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। ’

ওয়ান ডিরেকশনের জনপ্রিয় গানের তালিকায় উল্লেখযোগ্য- ‘বেস্ট সং এভার’, ‘কিস ইউ’, ‘হোয়াট মেকস ইউ বিউটিফুল’, ‘স্টোরি অব মাই লাইফ’ প্রভৃতি। জাইনের চলে যাওয়া প্রসঙ্গে এক বিবৃতিতে বাকি চারজন বলেছেন, ‘জাইনের ব্যান্ড ছেড়ে দেওয়াটা খুব দুঃখজনক। কিন্তু তার সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানাই। তার আগামী দিনগুলোর জন্য আমাদের ভালোবাসা রইলো। গত পাঁচ বছর আমরা দারুণ সময় কাটিয়েছি। আমরা বন্ধুত্ব আগামীতেও অটুট থাকবে। ’


এদিকে সংগীত সমালোচকদের মন্তব্য, ওয়ান ডিরেকশনে জাইন গুরুত্বপূর্ণ ছিলেন না। যদিও জাইনের এই সিদ্ধান্তে হতবাক ব্যান্ডের অন্য চার সদস্য লিয়াম পাইন, হ্যারি স্টাইলস, নিয়াল হোরান ও লুইস টমলিনসন। জাইনকে ছাড়া সংগীত পরিবেশন করে প্রত্যেকেই অশ্রুসিক্ত হয়ে ওঠেন। তারা এরই মধ্যে জানিয়েছেন, জাইনের জায়গায় অন্য কাউকে নেওয়া হবে না। চারজন মিলেই এগিয়ে যাবেন। চলতি বছরের শেষ প্রান্তে তারা নিজেদের পঞ্চম স্টুডিও অ্যালবামও বের করবেন। ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, হ্যারি স্টাইলসেরও ব্যান্ড ছেড়ে দেওয়ার গুঞ্জন উঠেছে।

বাংলাদেশ সময় : ১৯০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।