কুষ্টিয়া: বুকে ব্যথা অনুভব করায় কণ্ঠশিল্পী এস আই টুটুল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার রাত ৭টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক হাসান সরোয়ার বাংলানিউজকে জানান, বুকে ব্যথা নিয়ে কণ্ঠশিল্পী এস আই টুটুল হাসপাতালে ভর্তি হয়েছেন। ধারণা করা হচ্ছে মায়ের মৃত্যুর শোকে এ অবস্থা হয়েছে। তবে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
এসআই টুটুল’র মা ও অভিনেত্রী তানিয়া আহমেদের শাশুড়ি শুক্রবার ভোরে বারডেম হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন।
তাকে দুপুরে কুষ্টিয়ায় নিয়ে আসা হয়। বাদ এশা দ্বিতীয় নামাজে জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্তানে দাফন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫