ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

র‌্যাচেল প্রিয়াঙ্কার নৃত্যসন্ধ্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
র‌্যাচেল প্রিয়াঙ্কার নৃত্যসন্ধ্যা র‌্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস

ধ্রুপদি নৃত্যশিল্পী র‌্যাচেল প্রিয়াঙ্কা পেরিসের একক নৃত্যসন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানী ঢাকার গুলশান ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে। ৪ এপ্রিল সন্ধ্যায় ধ্রুপদি এ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বর্তমান প্রজন্মের নৃত্যশিল্পী প্রিয়াঙ্কার এ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

ধ্রুপদি নাচের বিভিন্ন শাখায় তালিম নিয়েছেন র‌্যাচেল প্রিয়াঙ্কা। তিনি কাজের স্বীকৃতি হিসেবে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আয়োজিত ধ্রুপদি নৃত্য প্রতিযোগিতা (২০১২) থেকে স্বর্ণপদকসহ আরও অনেক পুরস্কার ঝুলিতে ভরেছেন র‌্যাচেল প্রিয়াঙ্কা।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভরতনাট্যমে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর বর্তমানে গৌড়িয়া নৃত্যের ওপর এমফিল করছেন। বাংলাদেশের নবীনতম ধ্রুপদি নৃত্যশিল্পী তিনি। দেশ-বিদেশের বহু অনুষ্ঠানে নৃত্য পরিবেশনার পাশাপাশি নাচের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ১ এপ্রিল, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।