ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

জেনে নিন কোথায় কী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
জেনে নিন কোথায় কী ‘আলোক রশ্মির অতিথি’ নাটকে ইন্তেখাব দিনার ও বাঁধন

রাজধানীর বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রে ২ এপ্রিল রয়েছে নানান আয়োজন। এক ঝলকে জেনে নিন…

মঞ্চ
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
* জাতীয় নাট্যশালা মূল মিলনায়তন : ঘাসফুল নদী শিল্পী গোষ্ঠী ও সমাজ কল্যাণ সংঘর ‘নকশী কাঁথার মাঠ’ সন্ধ্যা ৭টায়।


* পরীক্ষণ থিয়েটার হল : থিয়েটার স্কুল প্রাক্তনীর ‘প্রথম পার্থ’ সন্ধ্যা ৭টায়। লিখেছেন বুদ্ধদেব বসু, নির্দেশনায় জয়িতা মহলানবীশ।  
* স্টুডিও থিয়েটার হল : বুয়েট ড্রামা সোসাইটির ‘ফেরারী ফৌজ’ সন্ধ্যা ৭টায়। লিখেছেন উৎপল দত্ত, নির্দেশনায় ইশতিয়াক হোসেন।

চলচ্চিত্র
ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙামাটি পার্বত্য জেলা :  পার্বত্য চলচ্চিত্র উৎসব। তরুণ চাকমা মনিবো পরিচালিত ‘দেবঙসী আহধর কালা ছাবা’ বিকেল ৪টায়। অং রাখাইনের ‘মর থেংগারি’, মনোজ বাহাদুর পরিচালিত ‘পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা জনগোষ্ঠী’ এবং ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।

স্টার সিনেপ্লেক্স, পান্থপথ
* ম্যাকফারল্যান্ড, ইউএসএ (সকাল ১০টা ৫০, দুপুর ১টা ৩০, বিকেল ৪টা ১৫, সন্ধ্যা ৬টা ৫০)।
* জুপিটার অ্যাসেন্ডিং থ্রিডি (সকাল ১১টা, দুপুর ১টা ৪৫, বিকেল সাড়ে ৪টা, সন্ধ্যা ৭টা ০৫)।
* সিন্ডারেলা (সকাল ১১টা, দুপুর ১টা ৪৫, বিকেল সাড়ে ৪টা, সন্ধ্যা ৭টা ১৫)।
* চ্যাপি (সকাল ১১টা ১৫, দুপুর ২টা, বিকেল ৪টা ৪৫, সন্ধ্যা ৭টা ২০)।

ব্লকবাস্টার সিনেমাস
* দ্য হবিট : দ্য ব্যাটেল অব দ্য ফাইভ আর্মিস থ্রিডি (দুপুর ২টা, সন্ধ্যা ৬টা ৫০)।
* মর্টডিকাই (দুপুর সাড়ে ১২টা, দুপুর ২টা ৫০, বিকেল ৫টা ১০, সন্ধ্যা সাড়ে ৭টা)।
* জুপিটার অ্যাসেন্ডিং থ্রিডি (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা ২০, সন্ধ্যা ৭টা ২০)।
* জিরো ডিগ্রি (দুপুর সাড়ে ১২টা, বিকেল সাড়ে ৩টা, সন্ধ্যা সাড়ে ৬টা)।
* এক্সোডাস : গডস অ্যান্ড কিংস থ্রিডি (সন্ধ্যা সাড়ে ৬টা)।
* টেকেন থ্রি (দুপুর ১টা ৪০, বিকেল ৪টা, বিকেল ৫টা)।
* হরিযূপিয়া (দুপুর ১টা ৩০, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)।
* এই তো প্রেম (বিকেল ৩টা, সন্ধ্যা ৭টা)।

টেলিভিশন

চ্যানেল আই : 
খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘গহীনে শব্দ’ বিকেল ৩টা ০৫ মিনিটে। অভিনয়ে কুসুম সিকদার, ইমন, শামস সুমন, জুঁই, আরিফুল হক, আবুল হায়াত, খালেদা আক্তার কল্পনা, হায়দার হোসেন, মনিরা মিঠু, আহসানুল হক মিনু, শিরোপা পূর্ণা।
এটিএন বাংলা :  বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রাত ৮টায়। একক নাটক ‘আলোক রশ্মির অতিথি’ রাত ১০টা ৫৮ মিনিটে। অভিনয়ে মৌ, তিশা, অহনা, বাঁধন, ইন্তেখাব দিনার, জিতু আহসান, নাঈম।
একুশে টেলিভিশন : বাক-প্রতিবন্ধীদের নিয়ে নাটক ‘নীরব ভালোবাসা’ রাত ১০টা ১০ মিনিটে। অভিনয়ে নিরব, মেহজাবিন, রহমত আলী, মিলন ভট্টাচার্য, আসিফ হাসান।
বাংলাভিশন :
ধারাবাহিক নাটক ‘রাস্কেল’ রাত ৮টা ১৫ মিনিটে। অভিনয়ে তৌকীর আহমেদ, মোশাররফ করিম, তিশা, তানিয়া আহমদে, ফজলুর রহমান বাবু, প্রভা, আখম হাসান, রুনা খান, জুঁই করিম, ম আ সালাম, শাহেদ আলী সুজন।
এনটিভি : 
সরাসরি সংগীতানুষ্ঠান ‘ভব নদীর কূলে’ রাত সাড়ে ১১টায়। শচীন দেব বর্মণের গান পরিবেশন করবেন কিরণ চন্দ্র রায়। উপস্থাপনায় পারভেজ।
আরটিভি :  অটিজম শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল ৫টায়। সঞ্চালনায় নুজহাত চৌধুরী। সরাসরি গানের অনুষ্ঠান ‘মিউজিক স্টেশন’ রাত ১১টা ২০ মিনিটে। পরিবেশনায় মৌ মুখোপাধ্যায়।
মাছরাঙা টেলিভিশন  :  টেলিছবি ‘পাসপোর্ট’ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। অভিনয়ে আনিসুর রহমান মিলন, আলভী, ফজলুর রহমান বাবু ও সাজু খাদেম। সরাসরি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’ রাত ১১টায়। পরিবেশনায় ছন্দা চক্রবর্তী।

চ্যানেল নাইন : 
ধারাবাহিক নাটক ‘ধন্যি মেয়ে’ রাত সাড়ে ৯টায়। অভিনয়ে আবুল হায়াত, ডলি জহুর, শিল্পী সরকার অপু, দিপান্বিতা হালদার, সামিয়া পূর্বা, সাদিকা স্বর্ণা, স্বাগতা, ইন্তেখার দিনার, ইমতিয়াজ বর্ষণ, মাহমুদুল ইসলাম মিঠু, ইরফান সাজ্জাদ, শ্যামল মাওলা।


জিটিভি : 
একক নাটক ‘লজ্জা’ রাত ৮টায়। অভিনয়ে অপূর্ব ও ফারাহ রুমা।

প্রদর্শনী
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস, ধানমন্ডি : কাইয়ুম চৌধুরীর মূল ড্রইংসমূহ নিয়ে রেখাচিত্র প্রদর্শনী ‘কালি ও কলমে কাইয়ুম চৌধুরীর রেখালেখ্য’ চলবে ৪ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।
এথেনা গ্যালারি অব ফাইন আর্টস, প্রগতি সরণি : ঢাকা আর্ট সার্কেলের প্রবীণ ১২ জন শিল্পীর ‘দ্য সুইট লিবার্টি অব ফ্রিডম’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী চলবে ২০ এপ্রিল পর্যন্ত।
গ্যালারি টোয়েন্টি ওয়ান, তাজ লিলি গার্ডেন, সাতমসজিদ রোড, ধানমন্ডি : দলীয় শিল্পকর্ম প্রদর্শনী ‘যাত্রা’ চলবে ১২ এপ্রিল পর্যন্ত। দুপুর ১২টা থেকে রাত ৮টা।
গ্যালারি কসমস–২, নিউ ডিওএইচএস, মহাখালী :  দলীয় চিত্রকর্ম প্রদর্শনী ‘লাইফ-২’ চলবে ৯ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা।

বাংলাদেশ সময় : ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।