ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

শেকৃবিতে কিষাণ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
শেকৃবিতে কিষাণ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেকৃবি: ‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণি  সংগ্রামের সুতীক্ষ্ম হাতিয়ার’ স্লোগানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কিষাণ থিয়েটারের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যায় থিয়েটারের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরমধ্যে ছিল নাটক মঞ্চায়ন ও সংগীত পরিবেশন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে কৌশিক কুমার মহন্তের নির্দেশনায় কিষাণ থিয়েটার ‘বিবাহের অন্তরালে’ নাটকটি মঞ্চস্থ করে।

এছাড়া পেট্টোলবোমা ও বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে ‘বিবেকের কন্দ্রন’ এবং নদী দূষণ নিয়ে ‘নদীর আর্তনাদ’ নামে দুটি কোরিওগ্রফি মঞ্চস্থ করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা প্রধান অতিথি ও উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন।

কৃষাণ থিয়েটারের সভাপতি কৃষিবিদ রমিজ উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।