ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

আইপিএল মাতাবেন হৃতিক, শহীদ ও আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) প্রতি আসরেই তারার সমারোহ দেখা যায়। এবারও আয়োজকরা বলিউডের হেভিওয়েট তারকাদের হাজির করছেন।

আগামী ৭ এপ্রিল কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আইপিএলের অষ্টম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন হৃতিক রোশন, শহীদ কাপুর ও আনুশকা শর্মা।

এই আয়োজন উপস্থাপনার দায়িত্বে থাকবেন সাইফ আলি খান। সংগীত পরিবেশন করবেন ফারহান আখতার ও তার ব্যান্ড এবং প্রীতম চক্রবর্তী ও তার ব্যান্ড। অতিথি সারিতে দেখা যাবে বলিউডের অনেক মুখ। থাকবেন টুর্নামেন্টের আট দলের অধিনায়করা।

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির প্রেমিকা ২৬ বছর বয়সী আনুশকার পরিবেশনা দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর থাকবে গান এবং ৩৪ বছর বয়সী শহীদের। সবশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন ৪১ বছর বয়সী হৃতিক। দুই ঘণ্টার এই আয়োজন শুরু হবে রাত আটটায়। এটি সরাসরি দেখা যাবে সনি ম্যাক্স ও সনি সিক্স টিভি চ্যানেলে।

বাংলাদেশ সময় : ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।