ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

সুচিত্রা সেনের ৮৪তম জন্মবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
সুচিত্রা সেনের ৮৪তম জন্মবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের ৮৪তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ।

সোমবার(৬ এপ্রিল) দুপুর ১টায় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



পরিষদের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন-পরিষদের সাধারণ সম্পাদক ডা. রামদুলাল ভৌমিক।

সুচিত্রা সেনের জীবনীর উপর আলোচনায় অংশ নেন- লেখক গবেষক ড. এম আবদুল আলীম, সুচিত্রার স্মৃতি বিজরিত স্কুল পাবনা টাউন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক রবিউল করিম, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মেহের সুলতানা, প্রেসক্লাবের সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, কৃষিবিদ জাফর সাদেক, সঙ্গীত শিক্ষক আবুল হাশেম, নারী নেত্রী পূর্ণিমা ইসলাম, পাবনা ড্রামা সার্কেলের সম্পাদক সরোয়ার উল্লাস, নাট্যকর্মী সিনথিয়া রহমান, টাউন গার্লস হাইস্কুলের ছাত্রী শায়লা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, সুচিত্রা সেন শুধু পাবনার নয়, সারাদেশ তথা বাঙালির গর্ব। তার আদর্শ অনুকরণীয় হয়ে থাকবে নতুন প্রজন্মের কাছে। একইসঙ্গে পাবনার কোনো একটি স্থান বা প্রতিষ্ঠানের নাম সুচিত্রার নামে নামকরণ ও সরকারি অ্যাডওয়ার্ড কলেজে নাট্যকলা বিভাগ চালুর দাবি জানান তারা।

বক্তারা উদ্ধারকৃত সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়িতে স্মৃতি সংগ্রহশালা করার কাজের ধীরগতিতে হতাশা ব্যক্ত করে বলেন, সবার প্রত্যাশা সরকার দ্রুত বিষয়টি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবে। পরে সুচিত্রা সেনের ৮৪তম জন্মবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।