ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

গান মেলার জন্য এক হচ্ছেন শিল্পীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
গান মেলার জন্য এক হচ্ছেন শিল্পীরা

দেশের সব কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকদের একই প্ল্যাটফর্মে কাজ করার পরিবেশন তৈরির লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে ‘এমআইবি-গান মেলা’। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে এমআইবি গান মেলা নিয়ে বক্তব্য রাখেন সংগীত পরিচালক শেখ সাদী খান, বাসুদেব ঘোষ, ইবরার টিপু, গীতিকার শহিদুল্লাহ ফরায়েজী, হাসান মতিউর রহমান, জুলফিকার রাসেল, যন্ত্রসংগীত শিল্পী দেবু চৌধুরী, কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, ফেরদৌস ওয়াহিদ, আসিফ আকবর, বিপ্লব, সোহেল মেহেদী, মুহিন, পারভেজ ও পুতুল, এমআইবির মহাসচিব শাহেদ আলী পাপ্পু প্রমুখ।

মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইবি) আয়োজনে ‘এমআইবি গান মেলা’ শুরু হবে আগামী ৯ এপ্রিল। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।

এমআইবির সভাপতি এ কে এম আরিফুর রহমান এমআইবি গান মেলাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন।

বাংলাদেশ সময় : ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।