ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

নওকর শয়তান মালিক হয়রান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
নওকর শয়তান মালিক হয়রান

নিজের প্রেমিকের খোঁজে ভেনিস শহরে আসে বিয়েতরিচে রাসপোনি। তার সঙ্গী নওকর ত্রোফালদিনো।

বিনা ভাবনায় সে কবুল করে নেয় দুই মালিকের চাকরি। এরপর ঘটতে থাকে উদ্ভট সব কান্ড কান্ডকারখানা। সৃষ্টি হতে থাকে নতুন নতুন হাস্যরসের। গল্পটা ‘নওকর শয়তান মালিক হয়রান’ নাটকের।

চট্টগ্রামের সংস্কৃতি চর্চা কেন্দ্র ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ এই প্রযোজনা চট্টগ্রামে রাইফেল ক্লাব সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউটে দেখা যাবে আগামী ১০ এপ্রিল সন্ধ্যা ৭টায়। এটি ফেইম নাট্যকলা বিভাগের ২১তম প্রযোজনা।

কার্লো গোলদোনির বিখ্যাত কমেডি ‘দ্য সারভেন্ট অব টু মাস্টারস’ অবলম্বনে তৈরি হয়েছে নাটকটি। এর  অনুবাদ করেছেন ও নির্দেশনা দিয়েছেন অসীম দাশ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যীশু দাশ, মুবিদুর সুজাত, পলি চৌধুরী ববি, বাপ্পী সিকদার, রুমেল বড়ুয়া, কমল বড়ুয়া, শহীদুল সাবিত, প্রেম পাঠক, সরোয়ার সুমন, নিশিগন্ধা দাশগুপ্তা, খাদিজাতুল রিশিকা, জাহেদুল হাসান ও সাজ্জাদ হোসেন তুষার।

বাংলাদেশ সময় :  ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।