ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

গ্রুপ থিয়েটার ফেডারেশনের চৈত্র সংক্রান্তি উদযাপন

নিউজডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
গ্রুপ থিয়েটার ফেডারেশনের চৈত্র সংক্রান্তি উদযাপন ফাইল ফটো

ঢাকা: অন্য বছরগুলোর মত এবারও বর্ণাঢ্য আয়োজনে চৈত্র সংক্রান্তি উদযাপন করতে যাচ্ছে গ্রুপ থিয়েটার ফেডারেশন। এ উদযাপনের মধ্য দিয়ে পুরোনো বাংলা বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হবে।



রোববার (১২ এপ্রিল) ফেডারেশনের প্রচার সম্পাদক মাসুদ আলম বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) বাংলা ৩০ চৈত্র সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।

মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানমালায় আরও থাকবে মুড়ি-মুড়কি বিতরণ, শাহাদত হোসেন খানের সরোদ বাদন, টাঙ্গাইলের ভাদাইম্যার সঙযাত্রা, দেশখ্যাত শিল্পীদের গান, নাচ, আবৃত্তি ও ৩৫টি নাট্যদলের ৭০ জন শিল্পীর সমবেত পরিবেশনা।

সবার জন্য উন্মুক্ত চৈত্র সংক্রান্তির এ আয়োজন চলবে রাত ১০টা পর্যন্ত।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. মঞ্জুরুল হাসান খান।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
পিআর/এসইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।