ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

আইফার দৌড়ে এগিয়ে যারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
আইফার দৌড়ে এগিয়ে যারা (বাঁ থেকে) ‘হায়দার’ ছবিতে শহীদ কাপুর এবং ‘টু স্টেটস’ ছবিতে আলিয়া ভাট ও অর্জুন কাপুর

বলিউডের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ফিল্ম একাডেমির (আইফা) ১৬তম আসর বসবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। আগামী ৫ থেকে ৭ জুন সেখানে হাজির হবে প্রায় গোটা বলিউড।

তার আগে ঘোষণা করা হলো মনোনয়ন তালিকা।

এবারের আইফায় সর্বাধিক ৯টি মনোনয়ন পেয়েছে আলিয়া ভাট ও অর্জুন কাপুর অভিনীত ‘টু স্টেটস’। এ ছাড়া শহীদ কাপুরের ‘হায়দার’ আটটি আমির খানের ‘পিকে’ ছয়টি এবং কঙ্গনা রনৌতের ‘কুইন’ পাঁচটি মনোনয়ন পেয়েছে।

সেরা অভিনেতা বিভাগে ফেভারিট ভাবা হচ্ছে শহীদ কাপুরকে (হায়দার)। তার সঙ্গে লড়ছেন আমির খান (পিকে), শাহরুখ খান (হ্যাপি নিউ ইয়ার), হৃতিক রোশন (ব্যাং ব্যাং), রণদীপ হুদা (হাইওয়ে) এবং অর্জুন কাপুর (টু স্টেটস)।

অন্যদিকে সেরা অভিনেত্রী বিভাগে কঙ্গনা রনৌত (কুইন)। তার প্রতিদ্বন্দ্বীরা হলেন আলিয়া ভাট (টু স্টেটস), প্রিয়াঙ্কা চোপড়া (মেরি কম), দীপিকা পাডুকোন (হ্যাপি নিউ ইয়ার), রানী মুখার্জি (মারদানি) এবং আনুশকা শর্মা (পিকে)।

অন্যান্য মনোনয়ন তালিকা
সেরা ছবি : কুইন, পিকে, হায়দার, হাইওয়ে, মেরি কম, টু স্টেটস
সেরা পরিচালক :  বিকাশ বল(কুইন), বিশাল ভরদ্বাজ(হায়দার), রাজকুমার হিরানি(পিকে), ইমতিয়াজ আলি(হাইওয়ে) )।
সেরা সহঅভিনেতা : রনিত রয় (টু স্টেটস), রিতেশ দেশমুখ (এক ভিলেন), কে কে মেনন (হায়দার), রণদীপ হুদা (কিক), ইনামুল হক (ফিল্মিস্তান), নাসিরুদ্দিন শাহ (ফাইন্ডিং ফ্যানি)।
সেরা সহঅভিনেত্রী : টাবু (হায়দার), অমৃতা সিং (টু স্টেটস), লিজা হেডন (কুইন), জুহি চাওলা (গুলাব গ্যাং), হুমা কুরেশি (দেড় ইশকিয়া)।
কৌতুকাভিনেতা : সঞ্জয় দত্ত (পিকে), গোবিন্দ (হ্যাপি এন্ডিং), বরুণ ধাওয়ান (ম্যায় তেরা হিরো), শারিব হাশমি (ফিল্মিস্তান)।
খল অভিনেতা : রিতেশ দেশমুখ (এক ভিলেন), নওয়াজুদ্দিন সিদ্দিকী (কিক), কে কে মেনন (হায়দার)।
সংগীত পরিচালক : বিশাল ভরদ্বাজ (হায়দার), শঙ্কর-এহসান-লয় (টু স্টেটস), মিঠুন, অঙ্কিত তিওয়ারি, আদনন, রাব্বি আহমেদ (এক ভিলেন), মিঠুন, ইও ইও হানি সিং, প্রীতম, অর্ক প্রভু মুখার্জি (ইয়ারিয়াঁ)।
গল্প : কুইন, টু স্টেটস, পিকে।
সেরা গীতিকার : মনোজ মুনতাশির (গান-গালিয়াঁ, এক ভিলেন), রেশমি সিং (গান-মুসকুরানে, সিটি লাইটস), অমিতাভ ভট্টাচার্য (গান-মাস্ত মাগা, টু স্টেটস)।
গায়ক : অঙ্কিত তিওয়ারি (গান-গালিয়াঁ, এক ভিলেন), অরিজিত্‍ সিং (গান-মুসকুরানে, সিটি লাইটস), মিকা সিং (গান-জুম্মে কি রাত, কিক), সুখবিন্দর সিং (গান-বিসমিল, হায়দার)।
গায়িকা : কণিকা কাপুর (গান-বেবি ডল, রাগিনি এমএমএস টু), সুলতানা ও জ্যোতি নুরান (গান-পাটাখা গুড্ডি, হাইওয়ে), শ্রেয়া ঘোষাল (গান-সামঝাওয়াঁ, হাম্পটি শর্মা কি দুলহানিয়া)।

বাংলাদেশ সময় : ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।