ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

শায়েস্তাগঞ্জ চা শ্রমিকদের সামনে ‘শ্যামাপ্রেম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
শায়েস্তাগঞ্জ চা শ্রমিকদের সামনে ‘শ্যামাপ্রেম’ দৃশ্য: ‘শ্যামাপ্রেম’

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ দুর্গম এলাকা বেয়ণ্ডী চা বাগান। এখানেই গত ২০ বছর ধরে চা শ্রমিকদের নিয়ে নাট্যচর্চা করে আসছে পথিক থিয়েটার।

প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী উৎসব ও নাট্যমেলা করে নাট্যদলটি। এবার তারা আয়োজন করেছেন তিন দিনের নাট্যমেলা। এতে আমন্ত্রণ পেয়েছে ঢাকার নাট্যদল প্রাঙ্গণেমোর।

নাট্যমেলার শেষদিন ১৭ এপ্রিল রেয়ণ্ডী চা শ্রমিকদের সামনে প্রাঙ্গণেমোর পরিবেশন করবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্যামা’ নৃত্যনাট্য অবলম্বনে ‘শ্যামাপ্রেম’ নাটকটি। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ২০ সদস্যের দলটি হবিগঞ্জে রওনা দেবে।

‘শ্যামাপ্রেম’ নাট্যরূপ দিয়েছেন শ্রী চিত্তরঞ্জন ঘোষ, নির্দেশনায় অনন্ত হিরা। এতে অভিনয় করেছেন নূরা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, ইউসুফ পলাশ, নিজাম লিটন, শুভেচ্ছা, আশা, জসিম, রিগ্যান, সীমান্ত, মনির, সুজয়সহ আরও অনেকে। নাটকটির মূল উপজীব্য চিরায়ত প্রেম ও মানবতা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।