ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

৩৪টি গান নিয়ে তিন অ্যালবাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
৩৪টি গান নিয়ে তিন অ্যালবাম

জি-সিরিজের ব্যানারে ও এলিমেন্ট ফাইভ-এর সৌজন্যে প্রকাশিত হলো ইকবাল আসিফ জুয়েলের আয়োজনে ৩৪টি ব্যান্ডের ৩৪টি গান নিয়ে মোট ৩টি অ্যালবাম। ২০০৫ সালে নবীন ব্যান্ডদের নিয়ে 'রক ১০১' অ্যালবাম প্রকাশ করেছিলেন মাইলস ব্যান্ডের ইকবাল আসিফ জুয়েল।

এরই ধারাবাহিকতায় এবার তিনটি মিশ্র ব্যান্ড অ্যালবাম প্রকাশ করা হলো।

স্বনামধন্য ব্যান্ড ব্ল্যাক, এক্স ফ্যাক্টর, আরবোভাইরাস, মেকানিক্স, ইনডালো, মিনারভা, কার্নিভাল ছাড়াও অনেকগুলো পুরনো ও নতুন ব্যান্ডের গান নিয়ে অ্যালবামগুলো সাজানো হয়েছে।

জুয়েল বাংলানিউজকে বলেন, 'আন্ডারগ্রাউন্ড ব্যান্ডরাই আগামীর কণ্ঠস্বর। তাই তাদের পৃষ্ঠপোষকতার জন্যই এই ধারাবাহিক প্রয়াস। কনসার্টে যে ব্যান্ডগুলো সংগীত পরিবেশন করতে যাচ্ছে তারাই কিন্তু আমাদের প্রথম অ্যালবাম 'রক ১০১'-এ ছিলেন। তাই বলা যায় আমাদের চেষ্টা বৃথা যায়নি। '

'রক ৮০৮', 'রক ৯০৯' ও রক এক্স জিরো এক্স' এই তিন অ্যালবামে থাকছে ৩৪টি ব্যান্ডের নতুন ৩৪টি গান।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৫
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।