ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

সাহসী বিমানসেবিকা সোনম কাপুর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
সাহসী বিমানসেবিকা সোনম কাপুর! সোনম কাপুর

১৯৮৬ সালে পাকিস্তানের করাচিতে ‘প্যান-অ্যাম ৭৩’ বিমানে জঙ্গি হানার সময় সাহসিকতার পরিচয় দেন বিমানসেবিকা নীরজ ভানট। তার বুদ্ধিমত্তার জন্য প্রচুর যাত্রীর প্রাণ বেঁচে যায়।

কিন্তু জঙ্গিদের বুলেট থেকে রেহাই পাননি তিনি। এ কারণে মাত্র ২৩ বছর বয়সে মৃত্যু হয় তার। এই সাহসী মেয়ের ভূমিকায় কাজ শুরু করেছেন সোনম কাপুর।  

 

নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করছেন রাম মাধওয়ানি। এর চিত্রনাট্য লিখেছেন ‘মেরি কম’ ছবির সাইওয়েন কুয়দ্রাস। এর মধ্য দিয়ে প্রযোজনায় এলেন প্রখ্যাত আলোকচিত্রী অতুল কাসবেকার।  

 

নীরাজ ভানট চরিত্রে অভিনয়ের জন্য সোনমকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা রিতেশ দেশমুখ ও অভিনেত্রী দিয়া মির্জা। টুইটারে ২৯ বছর বয়সী সোনম বলেছেন, ‘নীরাজ ভানটের জন্য পথচলা শুরু হলো। আমি উচ্ছ্বসিত, অভিভূত। ’ 

 

সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অশোক চক্র’ দেওয়া হয় নীরজাকে। তার আগে এতো কম বয়সে কেউ খেতাবটি পাননি।  

 

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫

বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।