ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে কিছুক্ষণ

এটা ১০০ ভাগ বাংলাদেশি ভিডিও

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এটা ১০০ ভাগ বাংলাদেশি ভিডিও গিয়াসউদ্দিন সেলিম

বাংলাদেশের বিভিন্ন নদী অঞ্চলের চোখজুড়ানো সৌন্দর্য তুলে ধরে তৈরি হলো ‘বিউটিফুল বাংলাদেশ’। বাংলাদেশ পর্যটন বোর্ডের তত্ত্বাবধানে সাড়ে তিন মিনিট ব্যাপ্তির প্রচারণামূলক ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম।

বাংলানিউজের সঙ্গে কথা বলেছেন তিনি।

 

বাংলানিউজ : ‘বিউটিফুল বাংলাদেশ’ নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?

গিয়াসউদ্দিন সেলিম : সবাই পছন্দ করছে, তাই ভালো লাগছে। আমাদের বাংলাদেশটা আসলে কতোটা সুন্দর, তারই একঝলক আছে এখানে। ‘ল্যান্ডস অব রিভার’ বিষয়কে প্রাধান্য দিয়ে বানানো ভিডিওটা সব পর্যটকের মন কাড়বে অনায়াসে।  

 

বাংলানিউজ :  ‘বিউটিফুল বাংলাদেশ’-এর তৃতীয় কিস্তি এটি। এবার কি দেখাতে চেয়েছেন আপনারা?

গিয়াসউদ্দিন সেলিম : বাংলাদেশের নদ-নদীর সৌন্দর্য ও নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা তুলে ধরা ছিলো আমাদের মূল লক্ষ্য।  কর্ণফুলীর তীরের সূর্যাস্ত থেকে সুন্দরবনের নৌবিহার, জেলেদের সঙ্গে মাছ ধরার আনন্দ, ঝরনার জলে ভেজা এমন সব অপরূপ দৃশ্য রয়েছে এতে।  

বাংলানিউজ : দৃশ্যধারণের কাজ শুরু হয় কোন জায়গা থেকে? 

গিয়াসউদ্দিন সেলিম : মানিকগঞ্জ থেকে আমরা কাজ শুরু করি। এরপর চাঁদপুর, টাঙ্গুয়ার হাওড়, সুন্দরবন, বান্দরবান, পদ্মা, মেঘনা, যমুনা, আত্রাই, কালীগঙ্গার মতো অনেক নদ-নদীতে দৃশ্যধারণ করেছি।  

 

বাংলানিউজ : হল্যান্ডে দুই পর্যটককে কীভাবে নির্বাচন করা হলো?

গিয়াসউদ্দিন সেলিম : আমরা অনেক খুঁজে খুঁজে তাদেরকে পেয়েছি। এক মাস ধরে খুঁজেছি। আমাদেরকে সহযোগিতা করেছেন হানিফ সংকেত। কার্লো ও মাউড বাস্তবে প্রেমিক-প্রেমিকা। তাদের পাশাপাশি ভিডিওটিতে অভিনয় করেছেন আমাদের দুই অভিনেত্রী স্বাগতা ও শর্মীমালা।  

 

বাংলানিউজ : পুরো কাজটা শেষ করতে কতদিন লেগেছে? 

গিয়াসউদ্দিন সেলিম : গত বছরের আগস্টে আমরা কাজ শুরু করি। ঘোরাফেরাসহ মোট ২২ দিন কাজ করতে হয়েছে। এরপর পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আরও দুই-আড়াই মাস লেগেছে। এজেন্সি হিসেবে কাজ করেছে মার্কেট এজ লিমিটেড। শুটিং-পরবর্তী পুরো কাজও হয়েছে বাংলাদেশে। তাই এটাকে ১০০ ভাগ বাংলাদেশি ভিডিও বলতে পারেন।  

 

বাংলাদেশ সময় : ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫

জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।