ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

ভূমিকম্পের পর তারকাদের বয়ান

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
ভূমিকম্পের পর তারকাদের বয়ান (বাঁ থেকে) সাজু খাদেম, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, নিরব ও নুসরাত ফারিয়া

হঠাৎ দুলে উঠলো পায়ের নিচটা! কিছু বুঝে ওঠা হয়ে পড়লো মুশকিল। মিনিট খানেক স্থায়ী হলো সেই কম্পন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত ৭.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো। আজ শনিবার দুপুর সোয়া ১২টার পর এটি অনুভূত হয়। ভূমিকম্পের পর বিনোদন জগতের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসে তুলে ধরেছেন নিজেদের অনুভূতি।  


আরিফিন শুভ

দেহ মন পৃথিবী সবই নড়ে ওঠলো...


বিদ্যা সিনহা মিম 

ঘরের সবকিছু যেন নড়ছিল। ভূমিকম্প হয়েছে টের পেলাম।


সাজু খাদেম

অলস বিবাহিত লোকদের জন্য সুখবর, মাত্রই বিশাল ভূমিকম্প হয়ে গেলো!


পান্থ কানাই

আমাকে ভালোই ঝাঁকাচ্ছে। ওরে বাবা একটু আগে আরেকবার ফিডব্যাক ঝাকানি দিল... আমি আগেই বলছিলাম, পাকিস্তানরে এভাবে চুবানি খাওয়ানোটা ঠিক হয়নি... বর্ডা লাগসে ..দুরু বদদোয়া লাগছে!


ইরেশ যাকের

সাকিব আর সাব্বির কালকে এমন মারা মেরেছে যে আজও ভূমিকম্প হচ্ছে!


নিরব

এতটা কাঁপছিলাম যে একটা ছবি ওঠাতে চেষ্টা করলেও ফোকাস হচ্ছিল না।  


রুনা খান

আমরা ঠিক আছি। পুরো টিম ভালো আছে। (নেপালে নাটকের কাজ করতে গেছেন তিনি)।

প্রসূন আজাদ

জীবনে প্রথমবার এতো বেশিক্ষণ ভূমিকম্প অনুভব করলাম। আজকেই হয়তো কেউ ফতোয়া দিয়ে বসবে এই ভূমিকম্প মেয়েদের দোষের জন্য হয়েছে! তারা পর্দাসীন হয়ে চলে না বলে দেশে ভূমিকম্প হচ্ছে!


নুসরাত ফারিয়া

সারাদেশে ভূমিকম্প হচ্ছে। দয়া করে নিরাপদে থাকুন।  


শামীম তুষ্টি

সবার রক্তচাপ একসঙ্গে নিচু হলো। ভূমিকম্প!


ইমরান 

কিছুই বুঝে ওঠার আগে ঘুম থেকে তাড়াহুড়ো করে উঠে রাস্তায় নেমে গেলাম...

সাবিলা নূর

বেঁচে তাহলে আছি...


নাজনীন আক্তার হ্যাপী

ভূমিকম্প কখন হলো? তাও নাকি অনেক বেশি! ধুর আমি টের পেলাম না কেন? মিস হয়ে গেলো...

 

সায়েম সালেক

ভালোবাসা এবং ভূমিকম্প দেখা যায় না, অনুভব করতে হয়। শুধু এর ক্ষয়ক্ষতি দেখা যায়!

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫

এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।