মিথ্যা সাক্ষী দেওয়ায় সাজা ভোগ করতে হবে সালমান খানের গাড়িচালক অশোক সিংকে। ১৩ বছর আগে গাড়ি চাপা দিয়ে এক পথচারী হত্যা ও চারজনকে আহত করার জন্য নিজেই দায়ী বলে গত মার্চে আদালতে জানিয়েছিলেন অশোক।
মিথ্যে হলফনামা দেওয়ায় অশোকের বিরুদ্ধে মামলা করা হতে পারে। অর্থের বিনিময়ে তিনি পুরো ঘটনার দায় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আজ বুধবার (৬ মে) সালমানকে মার্সিডিজ বেঞ্জ গাড়ি চালিয়ে আদালতে নিয়ে আসেন অশোক। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ওই দুর্ঘটনার সময় টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি চালান সালমান। কিন্তু অশোক আদালতে বলেন, ‘তখন চালকের আসনে আমিই ছিলাম। টায়ার বিস্ফোরিত ও ব্রেক জ্যাম ধরে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। ’
বাংলাদেশ সময় : ১২৩৬ ঘণ্টা, মে ৬, ২০১৫
জেএইচ