ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

মা দিবসে মেয়েকে নিয়ে সাবিনা ইয়াসমীন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মে ৯, ২০১৫
মা দিবসে মেয়েকে নিয়ে সাবিনা ইয়াসমীন (বাঁ থেকে) বাঁধন ও সাবিনা ইয়াসমিন

মায়ের চেয়ে আপন কেহ নাই। মা-ই জীবনের সেরা মানুষ।

তিনিই সবচেয়ে আপন, তিনিই বন্ধু। মায়ার বাঁধনে মা বেঁধে রাখেন মেয়েকে। সাবিনা ইয়াসমিনও তার কন্যা বাঁধনকে বেঁধে রেখেছেন আপন মায়ায়। মা মেয়ের বাঁধন নিয়ে মা দিবস উপলক্ষে তৈরি হলো বিশেষ অনুষ্ঠান ‘মাকে মনে পড়ে’।

 

অনুষ্ঠাটি সাজানো হয়েছে কয়েকটি বিভাগে। আলোচনায় উঠে এসেছে মা-মেয়ের জীবনের কিছু গল্প। থাকছে সাবিনা ইয়াসমীন ও বাঁধনের খালি গলায় গাওয়া মাকে নিয়ে গান। অনুষ্ঠানে আরও তুলে ধরা হয়েছে একজন রত্নগর্ভা মায়ের সংগ্রামী জীবনকাহিনী। একজন মা কীভাবে তার সন্তানকে নানা প্রতিকুলতার মধ্যেও মানুষ করেছেন তারই প্রতিচ্ছবি উঠে এসেছে প্রতিবেদনে। এ ছাড়া রয়েছে কষ্ট আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বৃদ্ধাশ্রমে জীবনের শেষ দিনগুলো কাটানো অভিমানী মায়েদের মর্মগাঁথা।  

এটিএন বাংলায় ১০ মে রাত ১১টায় প্রচার হবে ‘মাকে মনে পড়ে’। পরিকল্পনা ও উপস্থাপনায় রুকসানা কবীর কাকলী, পরিচালনায় রাসেল মাহমুদ।

 

বাংলাদেশ সময় : ১৩২৪ ঘণ্টা, মে ৯, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।