ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তিন বিখ্যাত মানুষের মিল!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ১৯, ২০১৫
তিন বিখ্যাত মানুষের মিল! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কান (ফ্রান্স) থেকে: তিন বিখ্যাত মানুষের চরিত্রে অভিনয় করেছেন এমন তিনজন সামনে বসে আছেন। বাঁ-দিক থেকে শুরু করা যাক।

স্টিভেন সোডারবার্গের 'চে' (২০০৮) ছবিতে চে গুয়েভারা চরিত্রে অভিনয় করা বেনিসিও দেল তোরো।



এর সুবাদে ২০০৮ সালের কান উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জেতেন ৪৮ বছর বয়সী এই পুয়ের্তোরিকান অভিনেতা। একই বছর 'ডব্লিউ' ছবিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভূমিকায় কাজ করেন জশ ব্রোলিন। আর দেল তোরোর ঠিক পাশেই তার 'দ্য উলফম্যান' (২০১০) ছবির সহশিল্পী এমিলি ব্লান্ট। 'দ্য ইয়াং ভিক্টোরিয়ায় (২০০৯) ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার যৌবনের সময়কার চরিত্রে অভিনয় করে বেশি পরিচিত ৩২ বছর বয়সী এই ইংরেজ অভিনেত্রী।

দেল তোরো, জশ ও এমিলি এবার একসঙ্গে অভিনয় করলেন 'সিকারিও' ছবিতে। এর ইংরেজি অর্থ হিটম্যান। পরিচালনা করেছেন ডেনিস ভিলেনিউভ। ৪৭ বছর বয়সী এই কানাডিয়ান নির্মাতা বসে আছেন এমিলি ও জশের মাঝে। জশের আরেক পাশে বিখ্যাত চিত্রগ্রাহক রজার আলেক্সান্ডার ডিকিন্স। কোয়েন ভ্রাতৃদ্বয় ও স্যাম মেন্ডেসের প্রায় সব ছবির চিত্রগ্রহণ তার করা। ৬৫ বছর বয়সী এই ব্রিটিশ চিত্রগ্রাহকের ঝুলিতে আছে একডজন অস্কার মনোনয়ন। তাই 'সিকারিও'তে কাজ করার প্রস্তাব পাওয়ার পর ফিরিয়ে দিয়েও আবার যুক্ত হয়েছেন জশ। সংবাদ সম্মেলনে অকপটে সেকথা স্বীকার করলেন ৪৭ বছর বয়সী এই মার্কিন অভিনেতা।

কান উৎসবের ৬৮তম আসরের সপ্তম দিনে আজ মঙ্গলবার (১৯ মে) সকালে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে 'সিকারিও' ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। দুপুর আর রাতেও একই স্থানে দেখানো হবে এটি। ডেনিসের ছবিগুলো সাধারণত নারীবাদী ও থ্রিলারধর্মী হয়ে থাকে। এবারের ছবিতে নিজের প্রিয় দুটো বিষয়ের সম্মিলন ঘটিয়েছেন তিনি। তাই 'সিকারিওৎর গল্পে নারী চরিত্রকে আনা হয়েছে এফবিআইতে। মেক্সিকান ও মার্কিন সীমান্তে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করাই তার দায়িত্ব।

ডেনিস বলেছেন, 'আমার এ ছবিতে কোনো নায়ক কিংবা খলনায়ক নেই। সত্যি বলতে মাদক ব্যবসা প্রতিহত করা অসম্ভব ব্যাপার। এটা এমন এক সমস্যা যার সমাধানের কাছাকাছি যাওয়া যায় না কখনও। সীমান্তবর্তী মানুষের আতঙ্ক অনুভব করে ছবিটি নির্মাণের তাগিদ পেয়েছি। এটাই আমার সেরা কাজ, কারণ এখানে আমি মানুষকে এক সুতোয় গাঁথতে চেয়েছি। '

(বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর প্রকাশিত হচ্ছে www.rabbitholebd.com এর সৌজন্যে।

ফ্রান্স সময় : ১৩২১ ঘণ্টা, মে ১৯, ২০১৫
জেএইচ

** কানে ভারতের রবিরঞ্জন মৈত্র
** কান উৎসবে স্বপন আহমেদ
** সালমা হায়েকের বোমা!
** ওগো বিদেশিনী... আমার শিউলি নাও!
** অ্যানিমেশনের দিন ও অন্যান্য
** এ যে সেলফির বন্যা!
** লালে-সবুজে ঐশ্বরিয়া যেন রূপবতী দেবী!
** দিনভর কান-টান উত্তেজনা!
** কানের ডায়েরি: এখানে-সেখানে
** অনুরোধের ঢেঁকি, টিকেট প্লিজ...
** সোনম যখন নীল পরী!
** রূপে-গুণে অনন্যা কেট ব্ল্যানচেট
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** পাঁচ ঘণ্টায় তিন রকম সোনম
** কানের লালগালিচায় ‘পরবাসিনী’র নায়িকা
** জনারণ্যে জমজমাট সব
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** হঠাৎ ডায়েন ক্রুজারের বিকিনি!
** ম্যাকোনাহে ও নাওমি ওয়াটসের সঙ্গে কিছুক্ষণ
** শর্টস আর স্কার্টের ভিড়ে তারা দু'জন
** কানে শোনা, কানে দেখা
** কান পেতে রই
** সব আকর্ষণ কানজুড়ে
** এলেন উডি অ্যালেন!
** বন্ডকন্যা ও বন্ডের অর্ধাঙ্গিনীর সামনে
** কানে সামনের সারিতে নারীরা
** মেক্সিকান রূপের রানীর গল্প
** বাংলাদেশ ভালো খেলছে শুনেছি : শার্লিজ থেরন
** কান উৎসবের পর্দা উঠলো
** কানের লালগালিচায় ক্যাটরিনা
** কান নিয়ে কানাকানি!
** ষাট বছরে স্বর্ণপাম
** কান উৎসবের খুঁটিনাটি
** কানে চোখ রাখুন
** প্যারিসে এক টুকরো কান
** রোড টু কান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।