ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

দেশের আট জেলায় ডায়মন্ড’র ‘বাষ্পস্নান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মে ১৫, ২০১৫
দেশের আট জেলায় ডায়মন্ড’র ‘বাষ্পস্নান’ সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০০৯ এ শ্রেষ্ঠ পরিচালক হন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। 'গঙ্গাযাত্রা' চলচ্চিত্র নির্মাণ করে তিনি এ সম্মান পেয়েছেন।

একঝাঁক নতুন মুখ নিয়ে তিনি চতুর্থ চলচ্চিত্র শুরু করতে যাচ্ছেন। এর নাম ‘বাষ্পস্নান’। এরই মধ্যে শুটিংয়ের স্থান নির্ধারণ করে ফেলেছেন পরিচালক।  

 

রাজশাহী, বাগেরহাটসহ দেশের আটটি জেলায় শুটিং হবে বাষ্পস্নান-এর। মূলত গল্পের প্রয়োজনেই আট জেলা ঘুরছে তার টিম। তবে নাম ও গল্প ঠিক হলেও অভিনয়শিল্পী এখনো চূড়ান্ত করেননি পরিচালক।  

 

ডায়মন্ড জানিয়েছেন, ‘এরইমধ্যে অনেকের সাথে প্রাথমিক আলাপ হয়েছে। খুব শিগগিরই শিল্পী নির্বাচন করে ফেলব। বেশির ভাগই হবে নতুন অভিনয়শিল্পী। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে নতুন এ ছবির কাজ শুরু করার ইচ্ছে আছে। ’

 

ডায়মন্ডের প্রথম ছবি ছিল ‘নাচোলের রানী’। এরপর তিনি ‘গঙ্গাযাত্রা’ ও ‘অন্তর্ধান’ নামে দুটি ছবি নির্মাণ করেন।

 

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ১৫ মে, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।