ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

ইউরোপীয় ছবির জন্যও হুমকি পাইরেসি!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, মে ১৭, ২০১৫
ইউরোপীয় ছবির জন্যও হুমকি পাইরেসি!

কান (ফ্রান্স) থেকে: প্রযুক্তির এই যুগে চলচ্চিত্রের বাজার নিয়ে নতুনভাবে ভাবছে ইউরোপীয় দেশগুলো। আইফোনের জনপ্রিয়তার মাঝে ইউরোপীয় ছবির বিপণন বৃদ্ধিতে কী করা যায় তা নিয়ে পরিকল্পনার কথা জানানো হলো সংবাদমাধ্যমের সামনে।

আজ রোববার (১৭ মে) দুপুরে প্যালেস দ্য ফেস্টিভ্যালের চতুর্থ তলায় তেরেস দু ফেস্টিভ্যালে এটি অনুষ্ঠিত হয়। এই আলোচনার জন্য আয়োজন করা হয়েছে ইউরোপীয় ফিল্ম ফোরাম।

এখানে ডিজিটাল অর্থনীতি ও সমাজ বিষয়ক ইউরোপীয় কমিশনার গুন্তে এইচ. ওয়েতিঙ্গার, অস্কারজয়ী নির্মাতা মিশেল হাজানাভিসিয়ুস এবং বর্ষীয়ান নির্মাতা কস্তা গাভরাস। ওয়েতিঙ্গার বলেন, 'নতুন প্রজন্ম আগামী দিনে ইউরোপীয় ছবির প্রতিনিধিত্ব করবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যুতসই পরিবেশ ও কাঠামো তৈরি করতে চাই। এর মাধ্যমে শিল্পসম্মত কাজকে এই প্রযুক্তির বিপ্লবে বিভিন্ন দেশের দর্শকের কাছে তুলে ধরে এগিয়ে যাওয়া যাবে। আমাদের পথে মূল বাধা পাইরেসি। যেভাবেই হোক এটাকে প্রতিরোধ করতে হবে। তা না হলে বাজার ধরে রাখা যাবে না। '

জানা গেছে, গত ৯ এপ্রিল এই অঞ্চলের সৃজনশীল কাজের উন্নত প্রচারণা ও এর কপিরাইট সংরক্ষণে ইউরোপীয় নির্মাতাদের সঙ্গে বসে আলোচনা করেছেন ইউরোপীয় কমিশনার। এরপর গেলো ৬ মে থেকে ডিজিটাল সিঙ্গেল মার্কেট কৌশল অবলম্বন করছে ইউরোপীয় কমিশন। এর মূল লক্ষ্য ইউরোপীয়দের জন্য সেরা ডিজিটাল সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

নিজের বক্তব্যে ফরাসি পরিচালক মিশেল হাজানাভিসিয়ুস বলেন, 'ইউরোপীয় অঞ্চলে প্রতি বছরই সবচেয়ে বেশি ছবি তৈরি হয় ফ্রান্সে। ফরাসি ছবির গুণগত মানই ইউরোপীয় বাজার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই দেশের নতুন প্রতিভাবানদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। পাইরেসি প্রতিরোধ করে কপিরাইট মজবুত করতে না পারলে এটা সম্ভব নয়। '

মিশেলের কথাকে গুরুত্ব দিতেই হয়। কারণ কান উৎসবের ৬৮তম আসরে ২৫টি ছবি অংশ নিচ্ছে। এর প্রায় অর্ধেকই বিভিন্ন বিভাগে পুরস্কারের জন্য লড়ছে। এর মধ্যে উল্লেখযোগ্য জ্যাক অদিয়ার 'ধীপান' এবং পাওলো সরেন্তিনোর 'ইয়ুথ'।

সংবাদমাধ্যমের সামনে সবশেষে কস্তা গাভরাস কথা বলেন। তাকে এবার কানে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হবে। তার ভাষ্য, 'আমাদের আধুনিক থাকতে হবে। কিন্তু সৃজনশীল খাতের ক্ষতি হতে দেওয়া যাবে না। বাজারদর ও বাজেটের বিষয় ভাবার সঙ্গে এটাও মনে রাখা জরুরি। '

(বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর প্রকাশিত হচ্ছে www.rabbitholebd.com এর সৌজন্যে। )

ফ্রান্স সময় : ২৩৫৪ ঘণ্টা, মে ১৭, ২০১৫
জেএইচ

** কানের লালগালিচায় ‘পরবাসিনী’র নায়িকা
** জনারণ্যে জমজমাট সব
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** হঠাৎ ডায়েন ক্রুজারের বিকিনি!
** ম্যাকোনাহে ও নাওমি ওয়াটসের সঙ্গে কিছুক্ষণ
** শর্টস আর স্কার্টের ভিড়ে তারা দু'জন
** কানে শোনা, কানে দেখা
** কান পেতে রই
** সব আকর্ষণ কানজুড়ে
** এলেন উডি অ্যালেন!
** বন্ডকন্যা ও বন্ডের অর্ধাঙ্গিনীর সামনে
** কানে সামনের সারিতে নারীরা
** মেক্সিকান রূপের রানীর গল্প
** বাংলাদেশ ভালো খেলছে শুনেছি : শার্লিজ থেরন
** কান উৎসবের পর্দা উঠলো
** কানের লালগালিচায় ক্যাটরিনা
** কান নিয়ে কানাকানি!
** ষাট বছরে স্বর্ণপাম
** কান উৎসবের খুঁটিনাটি
** কানে চোখ রাখুন
** প্যারিসে এক টুকরো কান
** রোড টু কান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।