ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

কান উৎসবে স্বপন আহমেদ

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, মে ১৯, ২০১৫
কান উৎসবে স্বপন আহমেদ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 

কান (ফ্রান্স) থেকে: স্বপন আহমেদ প্যারিসেই অনেকটা সময় কাটিয়েছেন। তিনি এখানকারও নাগরিক।

তাই গত কয়েক আসর ধরে নিয়মিতভাবে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন এই নির্মাতা। এবার তিনি নিজের নতুন ছবি ’পরবাসিনী’র প্রচারণা চালাচ্ছেন উৎসবে।

কানে বিশ্বের বিভিন্ন দেশের প্রযোজক ও পরিবেশকরা এসেছেন। তাদের সঙ্গে ছবিটির বিপণন নিয়ে ঘুরে ঘুরে আলোচনা করছেন স্বপন। তার ছবিটির দৃশ্যধারণ হয়েছে ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি, লুক্সেমবার্গ, ভারত এবং বাংলাদেশে। কল্পবিজ্ঞানধর্মী ছবিটির পরিবেশক পাওয়াই তার কান সফরের মূল লক্ষ্য। তিনি বাংলানিউজকে বললেন, 'তিন বছর সময় নিয়ে পরবাসিনী তৈরি করেছি। এর মধ্যে ভিজ্যুয়াল ইফেক্টসের জন্যই লেগেছে বেশিরভাগ সময়। এতে জলবায়ু পরিবর্তন বিষয়ক বক্তব্য ও প্রেমের সম্মিলন ঘটিয়েছি। আশা করছি, ভালো ফল পাবো। '

‘পরবাসিনী’তে অভিনয় করেছেন ইমন, অপ্সরা আলি, সোহেল খান, চাষী আলম, ভারতের সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, রিত মজুমদার, ঊর্বশী রাউতেলা, ফ্রান্সের জাভিয়ার বোনাত্রে প্রমুখ। সংগীত পরিচালনায় ইবরার টিপু, আরিফ রানা, মুম্বাইয়ের ডিজে আকস ও কলকাতার বিনীত রঞ্জন মৈত্র। এটি প্রযোজনা করেছে রেগে এন্টারটেইনমেন্টস অ্যান্ড ট্যুরিজম লিমিটেড।

'পরবাসিনী'র চিত্রনাট্য তৈরিতে স্বপনকে সহযোগিতা করেছেন তার স্ত্রী মালিহা কাজী। তিনিও এসেছেন কানে। সঙ্গে একমাত্র কন্যাসন্তান শ্যানন। উৎসবে সবচেয়ে ক্ষুদ্র সদস্য সম্ভবত সে-ই।

স্বপন আহমেদ এর আগে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় ‘লাল টিপ’ ছবিটি পরিচালনা করেন। এটি মুক্তি পায় ২০১০ সালে।

ফ্রান্স সময় : ০২০০ ঘণ্টা, মে ১৯, ২০১৫
জেএইচ/এটি

** ওগো বিদেশিনী... আমার শিউলি নাও!
** অ্যানিমেশনের দিন ও অন্যান্য
** এ যে সেলফির বন্যা!
** লালে-সবুজে ঐশ্বরিয়া যেন রূপবতী দেবী!
** দিনভর কান-টান উত্তেজনা!
** কানের ডায়েরি: এখানে-সেখানে
** অনুরোধের ঢেঁকি, টিকেট প্লিজ...
** সোনম যখন নীল পরী!
** রূপে-গুণে অনন্যা কেট ব্ল্যানচেট
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** পাঁচ ঘণ্টায় তিন রকম সোনম
** কানের লালগালিচায় ‘পরবাসিনী’র নায়িকা
** জনারণ্যে জমজমাট সব
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** হঠাৎ ডায়েন ক্রুজারের বিকিনি!
** ম্যাকোনাহে ও নাওমি ওয়াটসের সঙ্গে কিছুক্ষণ
** শর্টস আর স্কার্টের ভিড়ে তারা দু'জন
** কানে শোনা, কানে দেখা
** কান পেতে রই
** সব আকর্ষণ কানজুড়ে
** এলেন উডি অ্যালেন!
** বন্ডকন্যা ও বন্ডের অর্ধাঙ্গিনীর সামনে
** কানে সামনের সারিতে নারীরা
** মেক্সিকান রূপের রানীর গল্প
** বাংলাদেশ ভালো খেলছে শুনেছি : শার্লিজ থেরন
** কান উৎসবের পর্দা উঠলো
** কানের লালগালিচায় ক্যাটরিনা
** কান নিয়ে কানাকানি!
** ষাট বছরে স্বর্ণপাম
** কান উৎসবের খুঁটিনাটি
** কানে চোখ রাখুন
** প্যারিসে এক টুকরো কান
** রোড টু কান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।