ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

কানের কলকাঠি নাড়েন যিনি!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, মে ২০, ২০১৫
কানের কলকাঠি নাড়েন যিনি!

কান (ফ্রান্স) থেকে: কান চলচ্চিত্র উৎসবে যেসব ছবি প্রতিযোগিতা বিভাগে লড়ে, কিংবা রোজ সন্ধ্যায় যা কিছু হয় সেসবের মূল পরিকল্পনাকারীর নাম থিয়েরি ফ্রমক্স। তার কাছ থেকে নিজেদের ছবি নির্বাচনের খবর পাওয়ার দিনটির কথা কোনো নির্মাতাই ভোলেন না।



থিয়েরি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক। এই আয়োজনের সব সূচি তার সাজানো। সব তারকাকে অভ্যর্থনা জানান, সংবাদ সম্মেলনেও তারকার এগিয়ে দিয়ে যান তিনিই।

এবারের আসরে ছবি নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়েছেন থিয়েরি। ১৮০০ ছবির মধ্য থেকে অর্ধশত ছবির সংক্ষিপ্ত তালিকা তৈরি করতে গিয়ে অসীম শক্তি, নির্মম দক্ষতা, চলচ্চিত্রের প্রতি অগাধ প্রেম, হলিউডের অনিবার্য চাপের থাকা ফরাসি সাংস্কৃতিক আমলাতন্ত্রের জটিলতার মাঝেও কূটনৈতিক দক্ষতা বজায় রাখতে হয়েছে তাকে। তবে তিনি তা মানতে রাজি নন। ৫৪ বছর বয়সী এই ব্যক্তিত্ব বলেছেন, 'প্রথমত কোনো চাপই ছিলো না। উল্টো ভালোবাসা পেয়েছি। '

প্রতিযোগিতা বিভাগের ছবি বাছাই প্রসঙ্গে থিয়েরি বলেন, 'মনের কথা শুনে আন্তরিকতার সঙ্গে সিদ্ধান্তগুলো নিতে হয়। এটা ভুলও প্রমাণ হতে পারে। এ ক্ষেত্রে কিছুরই নিশ্চয়তা নেই। '

গত বছরের উদ্বোধনী ছবি নিকোল কিডম্যান অভিনীত 'গ্রেস অব মোনাকো' সমালোচকদের দুয়োধ্বনি পেয়েছিলো। তবে এবার ইমানুয়েলে বাকট পরিচালিত 'স্ট্যান্ডিং টল' প্রশংসিত হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বার কোনো নারী নির্মাতার ছবিকে বেছে নেওয়ায় প্রশংসা কুড়িয়েছেন আয়োজকরা। এ ছাড়া গাস ফন স্যান্টের 'দ্য সি অব ট্রিস'ও সমালোচিত হয়েছে। এ প্রসঙ্গে থিয়েরি বলেন 'আমার নির্বাচিত কোনো ছবি যদি কানে প্রশংসিত না হয়, এজন্য আমি অনুতপ্ত। '

সমালোচকদের অভিযোগ, হলিউডকে অবহেলা করা হয় কানে। এবারই নাকি একই চিত্র। থিয়েরি কিন্তু তা মনে করছেন না। তার ভাষ্য, 'হলিউড তো আছেই। ম্যাড ম্যাক্স, ইনসাইড আউট দেখিয়েছি। আর কি চান?'

সমালোচকদের বেশিরভাগ অভিযোগের সুরে উল্লেখ করেছে, প্রতিযোগিতা বিভাগের ১৯টি ছবির মধ্যে স্বাগতিকদেরই পাঁচটি।

একসময় জুডো চ্যাম্পিয়ন ছিলেন থিয়েরি। মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন তিনি। শৈশবের শহর লিওনেই সপ্তাহের অর্ধেকটা সময় থাকতে যান। বাকি সময়টা ইনস্টিটিউট লুমিয়ের পরিচালনার কাজে ব্যস্ত হয়ে পড়েন। ১৯৯৯ সালে কানে ছবি নির্বাচনের দলে যুক্ত হন তিনি। ২০০৭ সালে তিনি উৎসব পরিচালকের দায়িত্ব পান। তারপর থেকে সমকালীন নির্মাতারা তার সঙ্গে ব্যক্তিগত, পেশাদার ও শৈল্পিক সম্পর্ক ধরে রাখেন। থিয়েরি রসিকতার সুরে বলেছেন, 'সবার মন জয় করে কখনও চলা যায় না। এটা অনেকটা যৌন সম্পর্কের মতো। খারাপ হলেও ভালো হিসেবে ধরে নিতে হয়!'

(বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর প্রকাশিত হচ্ছে www.rabbitholebd.com এর সৌজন্যে।

ফ্রান্স সময় : ০৮৩৩ ঘণ্টা, মে ২০, ২০১৫
জেএইচ

** সুর ভেসে আসে কানে কানে
** স্বর্ণপামের দৌড়ে এগিয়ে
** ফিরে এলেন হিচকক, ত্রুফো ও ইনগ্রিড!
** তিন বিখ্যাত মানুষের মিল!
** কানে ভারতের রবিরঞ্জন মৈত্র
** কান উৎসবে স্বপন আহমেদ
** সালমা হায়েকের বোমা!
** ওগো বিদেশিনী... আমার শিউলি নাও!
** অ্যানিমেশনের দিন ও অন্যান্য
** এ যে সেলফির বন্যা!
** লালে-সবুজে ঐশ্বরিয়া যেন রূপবতী দেবী!
** দিনভর কান-টান উত্তেজনা!
** কানের ডায়েরি: এখানে-সেখানে
** অনুরোধের ঢেঁকি, টিকেট প্লিজ...
** সোনম যখন নীল পরী!
** রূপে-গুণে অনন্যা কেট ব্ল্যানচেট
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** পাঁচ ঘণ্টায় তিন রকম সোনম
** কানের লালগালিচায় ‘পরবাসিনী’র নায়িকা
** জনারণ্যে জমজমাট সব
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** হঠাৎ ডায়েন ক্রুজারের বিকিনি!
** ম্যাকোনাহে ও নাওমি ওয়াটসের সঙ্গে কিছুক্ষণ
** শর্টস আর স্কার্টের ভিড়ে তারা দু'জন
** কানে শোনা, কানে দেখা
** কান পেতে রই
** সব আকর্ষণ কানজুড়ে
** এলেন উডি অ্যালেন!
** বন্ডকন্যা ও বন্ডের অর্ধাঙ্গিনীর সামনে
** কানে সামনের সারিতে নারীরা
** মেক্সিকান রূপের রানীর গল্প
** বাংলাদেশ ভালো খেলছে শুনেছি : শার্লিজ থেরন
** কান উৎসবের পর্দা উঠলো
** কানের লালগালিচায় ক্যাটরিনা
** কান নিয়ে কানাকানি!
** ষাট বছরে স্বর্ণপাম
** কান উৎসবের খুঁটিনাটি
** কানে চোখ রাখুন
** প্যারিসে এক টুকরো কান
** রোড টু কান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।