ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

আলোকচিত্রী জুয়েল!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মে ২২, ২০১৫
আলোকচিত্রী জুয়েল! আবিদুর রেজা জুয়েল

এক মানুষের মধ্যে নানা ধরনের গুণ খুঁজে পাওয়া গেলে তাকে আলাদাভাবে পরিচয় করিয়ে দিতে হয়। বলছি সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের কথা।

গানের বাইরে শখের বশে তিনি ছবিও তোলেন, তা ছিল অনেকেরই অজানা।

গুলশানের বে’জ গ্যালারিয়া ভবনে ১৬মে সন্ধ্যায় উদ্বোধন হয়েছে সংগীতশিল্পী জুয়েলের একক চিত্র প্রদর্শনী। চার দিনের এই প্রদর্শনীতে শিল্পীর বিভিন্ন সময়ে তোলা ছবি থেকে নির্বাচিত ছবিগুলো প্রদর্শিত হয়।

জুয়েল এ প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, ‘গত আট-দশ বছর কোনো দেশে গেলেই ছবি তোলার কাজটি করতাম। এখনো তা অব্যাহত আছে। গান ও ভ্রমণের কারণে নানান দেশে যাওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনী করার। তাই এমন আয়োজন। ’

এদিকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে জুয়েলের ওয়েবসাইটও। www.harjewel.me নামের এই ওয়েবসাইটে বিভিন্ন সময়ে গাওয়া তাঁর সব গান, গানের ভিডিও, ছবি এবং নানা ধরনের তথ্য থাকবে। এই ওয়েবসাইটে তার নতুন-পুরোনো সব গান, গানের ভিডিওসহ সব ধরনের তথ্য দেওয়া থাকবে।

বাংলাদেশ সময় : ১৭৪০ ঘণ্টা, ২২ মে, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।