ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

কানের ডায়েরি || এখানে-সেখানে (৭)

শেষ দিনের ঘোরাঘুরি

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মে ২৪, ২০১৫
শেষ দিনের ঘোরাঘুরি

কান (ফ্রান্স) থেকে: প্যালেস দ্যু ফেস্টিভ্যাল ভবনে গত ১১ দিন মোটামুটি সারাক্ষণই মানুষ ঢুকেছে, বের হয়েছে। এর মধ্যে প্রথম ছয় দিনতো গাদাগাদি অবস্থা ছিলো! আজ বেশ ফাঁকা।

তাই চুলও যেন চোখ এড়াচ্ছে না! রয়ে-সয়ে ঢোকা যাচ্ছে আর কি!

হেলেদুলে ঢোকার ফলে ফটকের সামনে যে বিখ্যাত অনেক তারকার হাতের ছাপ আছে সেটা খেয়ালই করিনি! সোফিয়া লরেন, অ্যাঞ্জেলিনা জোলি, সিলভেস্টার স্ট্যালোন, ইজাবেলা রোসেল্লিনি, ভ্যানেসা রেডগ্র্যাভ, ক্যাথেরিন দেন্যুভ-সহ বিশ্বের বিভিন্ন দেশের আরও অনেক তারকার হাতের ছাপ পাওয়া গেলো। কানে তাদের অংশ নেওয়ার নিদর্শন হিসেবে রাখা হয়েছে এগুলো।

কানে তারকারা এলে হোটেল মার্টিনেজ, কার্লটন, জেডব্লিউ ম্যারিয়ট, হোটেল ম্যাজেস্টিক ব্যারিয়ের কিংবা লে গ্র্যান্ড হোটেলে থাকেন। সেদিকে যেতে যেতে দেখলাম প্রাডা, রবার্তো ক্যাভালি, ডলচে অ্যান্ড গ্যাবানা, মাইকেল করসের মতো বিখ্যাত ফ্যাশন প্রতিষ্ঠানের শো’রুম সারি সারি। কেতাদুরস্ত তারকারা এদের পোশাকই মূলত বেছে নেন পরার জন্য। এবারও কানে এসে তারকারা কেনাকাটা করেছেন এসব শোরুম থেকে। সেজন্যই হোটেলের আশেপাশে গড়ে উঠেছে এগুলো।

হোটেল মার্টিনেজে সাধারণত তারকার বসবাস বেশি হয়। বিশেষ করে আয়োজকদের আমন্ত্রণে আসা সব তারকা এখানেই ওঠেন। ফলে এর সামনে উৎসুক মানুষের জটলা থাকে দিনের বেশিরভাগ সময়। দু'পায়ের এই পরিশ্রমের লক্ষ্য- রূপালি দুনিয়ার নক্ষত্রদের যদি একটিবারও হলেও দেখা যায়! হোটেল থেকে কোনো গাড়ি বের হতে দেখলে তাদের চোখ হয়ে ওঠে গোয়েন্দা!

কার্লটন হোটেলের প্রাঙ্গণে আছে সোনালি রঙা একটি নারীমূর্তি। ডানা মেলে হাত উঁচু করে আছে। সমুদ্র সৈকত ধরে ফিরতি পথে সোনালি রঙা আরেকটা মূর্তি দেখে ভড়কে গেলাম। প্রথমে ভেবেছিলাম মূর্তি, কয়েক মুহূর্ত পর সেটা চলতেও শুরু করলো! এক ভদ্রলোক সারা গায়ে সোনার রঙ মেখে সঙ সেজে আছেন। সঙ্গে বাজাচ্ছেন রিদমিক গান। একঝলকে বোঝার উপায় নেই তিনি মানুষ নাকি পাথর! একটু সামনে চিত্রকর্ম বিক্রি করছেন এক বুড়ো। তিনিই নাকি এগুলো এঁকেছেন। ঠিক পাশেই ম্যাগাজিন বিক্রির দোকান। এর বাইরে দুই প্রজন্মের দুই অভিনেত্রী ইজাবেল হাফা ও ক্রিস্টেন স্টুয়ার্টের ছবি সাজানো।

এদিকে সমাপনী আয়োজনের জন্য লালগালিচা সাজানোর কাজ চলছে। চুল পরিমাণ ময়লাও ঝেটে ফেলা হচ্ছে। ছবি তোলার অনুমতি দেওয়ার বিভাগ এরই মধ্যে অ্যাক্রেডিটেশন পাওয়া সাংবাদিকদের কাছ থেকে বিদায় নিয়েছে। ই-মেইলে পাঠানো চিঠিটির সবশেষে লেখা- আগামী বছর আবার দেখা হবে।

ফ্রান্স সময় : ১৪১৩ ঘণ্টা, মে ২৪, ২০১৫
জেএইচ/

** বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর
** কান থাকবে নাকি চলে যাবে!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।