ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

লুৎফর হাসানের 'বিরহ উদ্যান'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ২৫, ২০১৫
লুৎফর হাসানের 'বিরহ উদ্যান' লুৎফর হাসান

'ঘুড়ি তুমি কার আকাশে উড়ো' গানের মাধ্যমে আলোচনায় আসেন সংগীতশিল্পী লুৎফর হাসান। এবার আসছে তার চতুর্থ একক অ্যালবাম।

নাম 'বিরহ উদ্যান'। ইতোমধ্যে অ্যালবামের কাজ গুছিয়ে এনেছেন তিনি। বরাবরের মতোই কথাপ্রধান গানেই সাজাচ্ছেন তার এ অ্যালবামটি।

লুৎফর হাসান বাংলানিউজকে বলেন, 'আমাদের সময়ের আলোচিত বেশ কয়েকজন গীতিকার ও সংগীত পরিচালকের সম্মিলন থাকছে এ অ্যালবামে। গানগুলো মন দিয়ে করার চেষ্টা করেছি। তাই আশা করছি, শ্রোতারা নিরাশ হবে না। '

অ্যালবামের গান লিখেছেন ইশতিয়াক আহমেদ, সোহেল অটল, কাসাফাদ্দোজা নোমান, আলিম আল রাজি, হেনরী লুইস, গালিব সর্দার, সাইফ হাসনাত, তানভীর এনায়েত, নাজমুজ্জামান জনি, রাব্বী আহমেদ ও রাকিব হাসান রাহুল।

গানগুলোর সংগীত পরিচালনায় আছেন সুমন কল্যান, তানভীর তারেক, আহমেদ হুমায়ুন, শান, মাসুম ও রানা আখন্দ। সবগুলো গানের সুর করেছেন লুৎফর নিজেই। আসছে রোজার ঈদে ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ হবে তার অ্যালবাম 'বিরহ উদ্যান'।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এমকে/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।