ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

হৃদয়ে মাটি ও মানুষে স্কটল্যান্ডের খামার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মে ২৯, ২০১৫
হৃদয়ে মাটি ও মানুষে স্কটল্যান্ডের খামার উদ্যোক্তা হেদার এন্ডারসন এর সঙ্গে শাইখ সিরাজ

শতভাগ জৈব পদ্ধতির কৃষিতে সময়ের তাগিদেই মানুষকে উদ্বুদ্ধ করছে যুক্তরাজ্য তথা ইউরোপ। তাই চ্যানেল আইয়ের কৃষি বিষয়ক গণমাধ্যম কার্যক্রম ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানটি এবার সাজানো হয়েছে যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ অর্গানিক কৃষি উৎপাদন প্রতিষ্ঠান স্কটল্যান্ডের উইটমোর খামারের সরেজমিন চিত্র নিয়ে।

 

 

নানা প্রতিকূলতা পেরিয়ে কীভাবে বিশাল আকারের একটি অর্গানিক খামার পরিচালনা করা সম্ভব হচ্ছে তা নিয়ে কথা বলেছেন উইটমোর খামারের অন্যতম উদ্যোক্তা হেদার এন্ডারসন। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করছেন শাইখ সিরাজ। ৩০ মে রাত ৯টা ৫০ মিনিটে পর্বটি প্রচার হবে।  

 

বাংলাদেশ সময় : ১৪০৯ ঘণ্টা, মে ২৯, ২০১৫

এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।