ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

যে ছবির দর্শক মাত্র দু’জন!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, জুন ৮, ২০১৫
যে ছবির দর্শক মাত্র দু’জন!

আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস হয়েছে কয়েকদিন আগে, এর মধ্যে মুক্তি পেলো সংস্থাটির অর্থায়নে নির্মিত চলচ্চিত্র ‘ইউনাইটেড প্যাশনস’। হতাশার খবর হলো, গত ৫ জুন লসঅ্যাঞ্জেলেসে এটি মুক্তির প্রথম প্রদর্শনীতে দর্শক ছিলো মাত্র দু’জন।

এর মধ্যে একজন ক্রীড়া সাংবাদিক, অন্যজন ফুটবল ভক্ত।

লসঅ্যাঞ্জেলেসের ল্যায়েমেল থিয়েটারে ছবিটি দেখতে আসা মেক্সিকোর ফুটবল ভক্ত ফ্রান্সিসকো ক্যারিলো (৬২) বলেন, ‘বিশ্বকাপ এবং ফুটবলের নিয়মকানুন আমার ভালো লাগে। বিনোদনের জন্যই ছবিটি দেখতে এসেছিলাম। ’

মুক্ত ক্রীড়া সাংবাদিক অ্যালেক্স গুট (৩১) বলেন, ‘দুর্নীতি উন্মোচন না হলে মনে প্রশ্ন আসতো, এই গল্পের দর্শক আসলে কারা? এখানে মোটেই সত্যি ঘটনা তুলে ধরা হয়নি। ’

ছবিটিতে সদ্য পদত্যাগ করা ফিফা সভাপতি সেফ ব্লাটারের চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা টিম রোথ। জুলে রিমের ভূমিকায় আছেন ফরাসি অভিনেতা জেহা দেপারদ্যু। এটি তৈরিতে খরচ হয়েছে ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ২ কোটি ডলারই দিয়েছে ফিফা।

ফরাসি নির্মাতা ফ্রেদেরিক অবাতি পরিচালিত ‘ইউনাইটেড প্যাশনস’-এ উঠে এসেছে ফিফার ১১১ বছরের ইতিহাস। ফিফার দুর্নীতি ফাঁসের পরপরই কেনো ছবিটি আমেরিকায় মুক্তি দেওয়া হলো তা নিয়ে মুখ খোলেনি পরিবেশনা সংস্থা স্ক্রিন মিডিয়া ফিল্মস।

এদিকে ছবিটিকে একহাত নিয়েছেন সমালোচকরা। দ্য নিউইয়র্ক টাইমসের পর্যালোচক ড্যানিয়েল এম. গোল্ড বলেন, ‘সাম্প্রতিক সময়ের শোচনীয় ছবির তালিকায় এটাই থাকবে সবার ওপরে!’ ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের জর্ডান হফম্যান বললেন, ‘এটা কুৎসিত এক ছবি!’

* ‘ইউনাইটেড প্যাশনস’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময় : ০২৫৭ ঘণ্টা, জুন ৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।