ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

‘কহে বীরাঙ্গনা’র সুবর্ণজয়ন্তী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জুন ১০, ২০১৫
‘কহে বীরাঙ্গনা’র সুবর্ণজয়ন্তী দৃশ্য : ‘কহে বীরাঙ্গনা’

মনিপুরী থিয়েটারের নাটক ‘কহে বীরাঙ্গনা’। গত চার বছর ধরে নাটকটি মঞ্চস্থ হয়ে আসছে।

শুধু দেশেই নয়; ভারতের আসাম, ত্রিপুরা আর কলকাতার দর্শকও নিজেদের মঞ্চে উপভোগ করেছে এটি। নতুন খবর হলো, ‘কহে বীরাঙ্গনা’ পা দিচ্ছে সুবর্ণজয়ন্তীতে।

শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে আগামী ১৩ জুন সন্ধ্যায় এর ৫০তম প্রদর্শনী হবে। এর আগের দিন একই হলে, একই সময়ে দেখা যাবে নাটকটির ৪৯তম মঞ্চায়ন। নির্দেশনায় শুভাশিস সিনহা। তিনি বলছেন, ‘বিষয়কে অক্ষুণ্ন রেখে কেবল অভিনয়রীতির মধ্য দিয়ে পুরানের যুদ্ধ-প্রসঙ্গকে বর্তমান কালের প্রেক্ষাপটে দাঁড় করানো হয়েছে। বিরহিনী চার নারীর মর্মযাতনা ও ক্রন্দনের ভেতর দিয়ে নাটকটিতে প্রকাশ পেয়েছে চিরন্তন প্রেমের জয়গান। ’

চারটি পর্ব রয়েছে ‘কহে বীরাঙ্গনা’য়- দুষ্মন্তের প্রতি শকুন্তলা, অর্জুনের প্রতি দ্রৌপদী, জয়দ্রথের প্রতি দুঃশলা ও নীলধ্বজের প্রতি জনা। এক ঘণ্টার এ নাটকে একক অভিনয় করেন জ্যোতি সিনহা।

বাংলাদেশ সময় : ১৫০৯ ঘণ্টা, জুন ১০, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।