ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রামাণ্যচিত্রে অভিবাসী ও মানবপাচার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জুন ১২, ২০১৫
প্রামাণ্যচিত্রে অভিবাসী ও মানবপাচার

তিনটি প্রামাণ্যচিত্র- ‘পরবাসী মন আমার’, ‘আ লাইফ সাসপেন্ডেড’ ও ‘এবং স্বপ্নযাত্রী’। সবগুলোরই মূল বিষয়- অভিবাসী সমস্যা, মানবপাচার।

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে তিনটি চরিত্রের বিদেশ যাত্রা; তারপর স্বপ্নভঙ্গ, দুঃসময়ের অধ্যায় নিয়েই তৈরি হয়েছে এগুলো। দেখানো হবে ১২জুন সন্ধ্যা সাড়ে ৬টায়।

ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে প্রামাণ্যচিত্রগুলোর উন্মুক্ত প্রদর্শনী হবে।

‘পরবাসী মন আমার’ নির্মাণ করেছেন ইয়াসমিন কবির। গ্রীক পরিচালক কাজুইও মিনামিদের প্রামাণ্যচিত্র ‘এ লাইফ সাসপেন্ডেড’-এ উঠে এসেছে বাংলাদেশী যুবক শিমুলের কথা। ২০০৫ সালে সে পাড়ি জমিয়েছিলো এথেন্সে। সেখানে যথারীতি তার স্বপ্নভঙ্গ হয়। হকার কামাল ও ফজলুর সমুদ্রপথে মালয়েশিয়া গমনের লোমহর্ষক ঘটনা নিয়ে আহমেদ আবিদ নির্মাণ করেছেন ‘এবং স্বপ্নযাত্রী’।

এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ।

বাংলাদেশ সময় : ১০২৫ ঘণ্টা, জুন ১২, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।