ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

লেখো গল্প, হও নাট্যকার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জুন ১২, ২০১৫
লেখো গল্প, হও নাট্যকার

চতুর্থবারের মতো শুরু হচ্ছে ‘তোমার গল্পে সবার ঈদ’। তরুণ গল্পকারদের প্ল্যাটফর্ম এটি।

তাদের পাঠানো গল্প নিয়ে নির্মিত হয় নাটক। তারা হয়ে ওঠেন টিভি নাটকের একজন।

নির্বাচিত সেরা পাঁচজন গল্পকারের গল্প নিয়ে পাঁচটি নাটক নির্মিত হবে। নির্মাণ করবেন দেশের জনপ্রিয় পাঁচজন নির্মাতা। প্রচার হবে বৈশাখী টিভিতে। তা-ও ঈদ অনুষ্ঠানমালায়! গল্পকাররা প্রত্যেকেই পুরস্কার হিসেবে পাবেন পঞ্চাশ হাজার টাকা।

গল্প পাঠানোর সময়সীমা ১৭ জুন পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে বৈশাখী টেলিভিশন। গল্প নির্বাচন প্রক্রিয়ায় প্রধান বিচারক হিসেবে থাকছেন সাহিত্যিক সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন ও আনিসুল হক। গল্প পাঠানো যাবে [email protected] এই ঠিকানায়।

বাংলাদেশ সময় : ১১০৩ ঘণ্টা, জুন ১২, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।