ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

চলে গেলেন অভিনেত্রী অমিতা বসু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জুন ১২, ২০১৫
চলে গেলেন অভিনেত্রী অমিতা বসু অভিনেত্রী অমিতা বসু

চলে গেলেন প্রবীণ চলচ্চিত্র অভিনেত্রী অমিতা বসু। আজ শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

শিল্পীর মরদেহ তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে দাহ করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

অমিতা বসুর জন্মেছিলেন ১৯৪৬ সালের ১৯ মার্চ। ১৯৬৯ সালে সালাহউদ্দিন পরিচালিত ‘আলোমতি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় পথচলা শুরু করেন তিনি। তার অভিনীত ছবির তালিকায় উল্লেখযোগ্য- ‘যে আগুনে পুড়ি’, ‘বিন্দু থেকে বৃত্ত’, ‘জয় বাংলা’, ‘লালন ফকির’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘দেবদাস’, ‘নাজমা’, ‘চন্দ্রনাথ’, ‘নিশানা’ প্রভৃতি।

অভিনেত্রী অমিতা বসু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত ‘জল্লাদের দরবার’ শিরোনামের একটি নাটকেও কণ্ঠ দিয়েছেন। তার স্বামী অজয় বসু অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

বাংলাদেশ সময় : ১৯৪৩ ঘণ্টা, জুন ১২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।