ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

এক হচ্ছেন উপস্থাপকরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এক হচ্ছেন উপস্থাপকরা

‘নাচ, গান, অভিনয়, আবৃত্তির মতো উপস্থাপনাও একটা শিল্প। অথচ আমরা যারা এ পেশায় জড়িয়ে আছি দীর্ঘদিন, সুনামের সঙ্গে কাজ করছি; তাদের কোনো জাতীয় স্বীকৃতি নেই’- বলছিলেন দেবাশীষ বিশ্বাস।

উপস্থাপক হিসেবে তার জনপ্রিয়তা কম নয়। এ কাজ দিয়েই দর্শক-শ্রোতাদের মন জয় করেছেন আব্দুন নূর তুষার, নওশীন নাহরিন মৌ, আলিফ চৌধুরীর মতো অনেকেই।

১৪ জুন সন্ধ্যায় তারা গিয়েছিলেন একটি অনুষ্ঠানে অংশ নিতে। সেখানেই উপস্থাপকদের একজোট হওয়ার প্রস্তাবটা ফেঁদে ফেলেন দেবাশীষ। টিভি, এফএম, মঞ্চে যারা উপস্থাপনা করছেন, তাদেরকে নিয়ে তৈরি হবে নতুন সংগঠন। প্রাথমিকভাবে এর নাম ঠিক করা হয়েছে ‘অ্যাংকর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’।

দেবাশীষ যেমনটা বললেন, ‘জাতীয় স্বীকৃতি ছাড়াও আমাদের আরও কিছু দাবি আছে। নীতিগত সিদ্ধান্তের বিষয় আছে। আমরা কোন ধরণের অনুষ্ঠান করবো, কোনগুলো করবো না, পারিশ্রমিক কেমন হবে- এ সংগঠনের মাধ্যমে সবাই মিলেমিশে এমন নানান বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ’

বাংলাদেশ সময় : ১০৩৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।