ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

ইতালি যাচ্ছে ‘বৃহন্নলা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
ইতালি যাচ্ছে ‘বৃহন্নলা’ ‘বৃহন্নলা’ ছবিতে সোহানা সাবা ও ফেরদৌস

মুরাদ পারভেজ পরিচালিত ‘বৃহন্নলা’ এবার যাচ্ছে ইতালিতে। ‘অ্যা ফিল্ম ফর পিচ ফেস্টিভ্যাল-২০১৫’ প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছে এটি।

উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছেন মুরাদ পারভেজ।

এবার অনুষ্ঠিত হবে এর দশম আসর। আগামী ১২ জুলাই অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী। ওইদিনই বিতরণ করা হবে পুরস্কার। উৎসবে বাংলাদেশের পাশাপাশি ইরান, ডেনমার্ক, বসনিয়া, ব্রাজিল, চীন, জার্মান, ফ্রান্স, আমেরিকা, স্পেন, রাশিয়া, নরওয়ে, ইরাক, পর্তুগাল, ইতালিসহ মোট ২৫টি দেশের ৭৩টি চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্যে মনোনীত হয়েছে ৩০টি চলচ্চিত্র। ‘বৃহন্নলা’ সেগুলোরই একটি।

সরকারি অনুদানে নির্মিত ‘বৃহন্নলা’ ইতিমধ্যে দেশে-বিদেশে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে। এটিএন বাংলা এবং ফিল্ম হকার প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন ফেরদৌস, সোহানা সাবা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, দিলারা জামান, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, মানস বন্দ্যোপাধ্যায়, কেএস ফিরোজ প্রমুখ। ‘বৃহন্নলা’র পোশাক পরিকল্পনা করেছেন সোহানা সাবা।

বাংলাদেশ সময় : ১৮৪০ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।