মেয়েগুলোর স্থিরচিত্র ছাপা হয় পঞ্জিকায়। বেশিরভাগই যৌন আবেদনময়ী।
কয়েকদিন আগে প্রকাশিত এর প্রথম পোস্টারে দেখা যায় পাঁচজন স্বল্পবসনা মডেলকে। সবারই মুখ ঢাকা বড় টুপিতে। আলো-আঁধারির খেলায় তাই চেনার উপায় নেই সুন্দরীদের। ক্যাপশনে আছে- ‘পাঁচটি নতুন মুখ। পাঁচটি নতুন পথচলা। ’
জানা গেছে, দৃশ্যধারণ চলাকালে বহিরাগত কাউকে ফ্লোরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। প্রযোজক সঙ্গীতা আহির জানান, পাঁচজন নবাগতাকেই বেছে নেওয়া হয়েছে মূল মডেল হিসেবে। ‘ক্যালেন্ডার গার্লস’ মুক্তি পাবে আগামী অাগস্টে।
প্রায় তিন বছর পর আবার পরিচালনার কাজ করলেন মধুর। তার বেশিরভাগ ছবিতে প্রাধান্য পেয়েছে নারী চরিত্র। ‘সত্তা’, ‘কর্পোরেট’, ‘ফ্যাশন’, ‘হিরোইন’ ছবিগুলোতে সে প্রমাণ আছে। আর তার প্রায় সব কাজই পেয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সামনে তিনি প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে তৈরি করবেন ‘ম্যাডামজি’।
বাংলাদেশ সময় : ২০৫২ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
বিএসকে/জেএইচ