ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

টাকা ফিরিয়ে দিলেন মিঠুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
টাকা ফিরিয়ে দিলেন মিঠুন মিঠুন চক্রবর্তী

সারদা গোষ্ঠীর কাছ থেকে নেওয়া টাকার পুরোটা ফিরিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী। গত ১৬ জুন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে ১ কোটি ১৯ লাখ রুপি ফেরত দিলেন তৃণমূলের এই রাজ্যসভা সদস্য।

লক্ষণীয় বিষয় হলো, ওইদিনই ছিলো মিঠুন চক্রবর্তীর জন্মদিন। এবার ৬৫ বছরে পড়লেন তিনি।

টাকা ফেরতের সঙ্গে ইডিকে একটি চিঠিও পাঠিয়েছেন মিঠুন। এতে তিনি লিখেছেন, ‘গরিবের কাছ থেকে আত্মসাৎ করা টাকা আমার পরিবারের জন্য খরচ করতে পারবো না। তাই ফিরিয়ে দিলাম। ’

দরিদ্রদের টাকা আত্মসাতের অভিযোগ ওঠা সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির তদন্তে মিঠুনের পাশাপাশি আরও কয়েকজন তারকার নাম জড়িয়েছে। তাদের কেউ সারদার চ্যানেলে চাকরি করে পারিশ্রমিক নিয়েছেন, কেউবা পরামর্শ দিয়ে পকেট মোটা করেছেন। কেউ চালু না-হওয়া চ্যানেল সারদাকে বেচেছেন বাজারদরের বেশি টাকায়, কেউ আবার মিঠুনের মতো চ্যানেলে অনুষ্ঠান করে টাকা নিয়েছেন। এ তালিকায় আছেন অভিনেত্রী শতাব্দী রায়, অপর্ণা সেন প্রমুখ।

মিঠুনের মতোই তৃণমূলের সাংসদ তথা নাট্যকর্মী মিঠুনের মতোই একসময় চালু না-হওয়া সারদা-চ্যানেলে চাকরি করে পাওয়া চার মাসের বেতন ফিরিয়ে দেবেন অর্পিতা ঘোষ। গরিবের থেকে করা টাকা নিয়ে বসে আছি, গ্লানি বেড়েছে। ’’— বলছেন তিনি।

এদিকে সারদার পাশাপাশি সিবিআই-ইডি’র তদন্তের আওতায় পড়েছে রোজ ভ্যালি সংস্থাও, যেখান থেকে নানা সময়ে নানা ভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন তারকা ও প্রভাবশালী বিরুদ্ধে।

বাংলাদেশ সময় : ১৪২৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
জেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।