তারুণ্যেই সন্তানের মা হয়ে দুনিয়াজুড়ে আলোচিত হন মার্কিন রিয়েলিটি টিভি তারকা ফারাহ আব্রাহাম। তার মেয়ে সোফিয়ার বাবা যে প্রয়াত ব্রিটিশ ক্রিকেটার ডেরেক আন্ডারউড, সেটা প্রমাণ করতে ডিএনএ পরীক্ষা দিতে হয়েছিলো তাকে।
সেলিব্রেটি জিন ডটকমের সঙ্গে মিলে ফারাহ নিজের ডিএনএ বিক্রিতে নেমেছেন। এজন্য তিনি বেশ উচ্ছ্বসিত। ডিএনএ নমুনার জন্য এরই মধ্যে ৩০ হাজার মার্কিন ডলার পেয়েছেন ২৪ বছর বয়সী এই মার্কিন তারকা। এ ছাড়া প্রতিবার ডিএনএ বিক্রি থেকে ১০ শতাংশ করে পাবেন তিনি।
নতুন উদ্যোগ থেকে পাওয়া অর্থের অর্ধেকটা অপারেশন আন্ডারগ্রাউন্ড রেলরোড নামের একটি চ্যারিটিতে দেবেন ফারাহ। সংগঠনটি অপহৃত শিশুদের উদ্ধারে কাজ করে থাকে।
ডিএনএ বিক্রি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সোফিয়ার জীবনটা পাল্টে গিয়েছিলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে। তখনই তার উন্নতি ভবিষ্যতের সেতু গড়ে ওঠে। আমার আশা, এই প্রচেষ্টা তরুণ প্রজন্মের কাছে পৃথিবীকে নতুনভাবে ধরা দেবে।
মার্কিন এই তারকা আরও জানান, আমি বিশ্বাস করি আমার এই পদক্ষেপ গ্রহণ তরুণদের মাঝে সেক্স ট্রাফেকিংয়ের রক্ষায় পরিবর্তন নিয়ে আসবে। আর আমি অনেক গর্বিত ‘সেলিব্রেটি জিন.কম’-এর সঙ্গে এই ডিএনএ প্র্রকল্পে কাজ করতে পেরে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
বিএসকে/জেএইচ