ছাতা হাতে, ব্যাগ কাঁধে, পায়ে হেঁটে, লোকাল বাসে ভিড় ঠেলে মোরশেদ সাহেব প্রতিদিন অফিসে যান। মধ্যবিত্ত সংসার।
স্ত্রী অনুরোধ করে, ‘মেয়েটা তো কখনও কিছু চায় না, চায়?’ মোরশেদ সাহেব মুখে কিছু বলেন না। কিন্তু বাসে যেতে যেতে তরুণীর দামি মোবাইলের পর্দায় আটকে যায় তার চোখ। অফিসে টেবিলের ওপর ফাইল আসে। একটা সই দিয়ে দিলেই এক বান্ডিল টাকা! মোরশেদ সাহেব বান্ডিলটা নেড়েচেড়ে দেখেন। সই করার জন্য কলমটা তুলেও নেন। কিন্তু শেষ মুহূর্তে ছুঁড়ে দেন বান্ডিল। মাথা নেড়ে জানান, ‘না, না’।
এমনই সৎ চরিত্রের মোরশেদ সাহেবের ভূমিকায় দেখা যাচ্ছে আমজাদ হোসেনকে। রবি ‘সততা’ শিরোনামের একটি বিজ্ঞাপনচিত্রে সৎ থাকার বার্তা নিয়ে হাজির হচ্ছেন তিনি। অ্যাডকম লিমিটেডের ব্যানারে এটি নির্মাণ করেছেন পিপলু আর খান। এতে আমজাদ হোসেনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু।
বাংলাদেশ সময় : ১৭২৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
কেবিএন/জেএইচ