একই অনুষ্ঠানে যে দু’জন পাশাপাশি বসে গল্প, গান চালিয়ে যাবেন; সে দু’জনেরই নাম খুব ভারী। বাংলা গানের তাদের অবদান অনেক।
একজন নচিকেতা চক্রবর্তী, নব্বই দশকে যিনি বাংলা গানে ভিন্ন একটা ধারা তৈরি করে দিয়েছিলেন। আরেকজন বাপ্পা মজুমদার, যার সুরে-কণ্ঠে-সঙ্গীতে বাংলা গান পেয়েছে ভিন্নমাত্রা। তারা দু’জন এক হচ্ছেন ‘নচিকেতা নাইটস’-এ। তবে বাপ্পা মজুমদার গান গাইতে এ অনুষ্ঠানে আসছেন না। উপস্থাপনার দায়িত্ব তার ওপর।
এতে নিজের জনপ্রিয় কিছু গান গাইবেন নচিকেতা। সংক্ষিপ্ত আকারে তার জীবনের কিছু অংশ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রও দেখানো হবে অনুষ্ঠানে।
‘নচিকেতা নাইটস’ নির্মাণ করেছেন রুমানা হক। তিনি জানান, কয়েকমাস আগে নচিকেতা যখন বাংলাদেশে এসেছিলেন, তখন এ অনুষ্ঠানটির দৃশ্যধারণ হয়েছিলো।
আগামী রোজার ঈদে এটিএন বাংলায় প্রচার হবে ‘নচিকেতা নাইটস’।
বাংলাদেশ সময় : ১৬৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
কেবিএন